কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না, আবার কোচ হিসাবে দেখা যাবে? কী বললেন দ্রাবিড়
Can be seen as a coach again? What did Dravid say?

নজরবন্দি ব্যুরো: ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল। সে বার রাহুল দ্রাবিড় ছিলেন ক্রিকেটার। রবিবার ভারত যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হারছে কোচ দ্রাবিড়কে দেখা গেল হতাশ মুখে দাঁড়িয়ে। তাঁর ভাগ্য বদল হল না। টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হল ভারতকে।

আরও পড়ুনঃ দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক

Rahul Dravid: কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না, আবার কোচ হিসাবে দেখা যাবে? কী বললেন দ্রাবিড়

ট্রফি ভাগ্য বদল হল না। কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না দ্রাবিড়ের। নিজের মনের ঝড় হয়তো প্রকাশ্যে আসতে দিতে রাজি নন দ্রাবিড়। তবে তিনি যে ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হচ্ছেন, সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Rahul Dravid: কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না, আবার কোচ হিসাবে দেখা যাবে? কী বললেন দ্রাবিড়

কোচ দ্রাবিড়ের দায়িত্ব ছিল ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। আগামী দিনে তাঁকে আবার কোচ হিসাবে দেখা যাবে কি? অনেকেই মনে করছেন, হয়তো দ্রাবিড় এবার কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। রবিবার ফাইনালে হারের পর সাংবাদিক সম্মেলনে তাঁর কোচ থাকা নিয়ে প্রশ্ন করা হলে,

কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না, আবার কোচ হিসাবে দেখা যাবে? কী বললেন দ্রাবিড়

Rahul Dravid: কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না, আবার কোচ হিসাবে দেখা যাবে? কী বললেন দ্রাবিড়

অবশ্য দ্রাবিড় বলেন, ‘ভারতীয় প্রধান কোচ হিসাবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবিনি, এই বিশ্বকাপ জেতার উপর আমি সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম।’