দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক
Proud of the team, said rohit sharma

নজরবন্দি ব্যুরো: গোটা টুর্নামেন্টে বিস্ফোরক পারফরম্যান্স করার পরেও, ভারতীয় ব্যাটাররা ফাইনালে মুখ থুবড়ে পড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে তারা ৫০ ওভারে ২৪০ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। যদি তারা আরও ৩০-৪০ রান বেশি করত, তাহলে হয়তো ম্যাচের রংও বদলে দিতে পারত। ম্যাচটা শেষের পর ডাগআউটের দিকে নিজের শরীরটাকে কোনও মতে টেনে নিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোর আনন্দে ‘ভিলেন’ বৃষ্টি? আশঙ্কায় উৎসবপ্রেমীরা, কী বলছে হাওয়া অফিস?

এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি। চোখের কোণে স্পষ্ট চিকচিক করছিল জল। ১৪০ কোটি ভারতবাসীর যে প্রত্যাশার চাপ কাঁধের উপর ছিল তা পূরণ করতে পারলেন না রোহিত শর্মারা। রোহিত ম্যাচের পর অবশ্য কোনও অজুহাত দিতে রাজি হলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত। ম্যাচ শেষে অধিনায়ক জানালেন,

দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক
দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক

“আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।” তিনি আরও বলেন, “২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে।

Rohit Sharma: দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক

ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”

দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক

Rohit Sharma: দল নিয়ে গর্বিত, ম্যাচ শেষে জানালেন পরাজিত অধিনায়ক

অপর দিকে পিচ নিয়েও কোনও অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, “আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনও অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশেনের জুটিই আমাদের শেষ করে দিল।”