Panchayet Election: এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশনের তরফে এখনও অবধি ঘোষণা না হলেও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। অনেকেই বলছেন, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরই মধ্যে আদালতের নির্দেশ, আগামী ৯ মার্চ অবধি পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশ্ন। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল তার মেয়াদ ৯ তারিখ অবধি বাড়ানো হয়েছে। এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না।

আরও পড়ুনঃ DA Protest: বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সরকারি কর্মচারিদের

পঞ্চায়েত ভোটের রোস্টারে বেনিয়ম। তার ওপর নির্বাচন কমিশনের তরফে মেলেনি সঠিক উত্তর। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, শুধুমাত্র ওবিসিদের জনগণনা কেন হবে? এসসি বা এসটিদের কেন গননা হবে না? পাশাপাশি অতীতের অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেন, পঞ্চায়েত ভোট কখনই শান্তিপূর্ণ হয়নি। তাই এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছেন তিনি।

এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ 
এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ 

একইসঙ্গে নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হতে পারে সেজন্য মানুষকে আশ্বস্ত করতে হবে। পাশাপাশি নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা যাতে না হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি। তৃণমূলের ব্লকের নেতারা, যাঁরা একশোর দিনের টাকা চুরি করেছে, সীমাহীন কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের সৃষ্টিকর্তা যাঁরা, তাঁদের সঙ্গে বসে বিডিওরা এই কাজ করেছে। এমন অভিযোগ কমিশনে জানানোর পরেও কোনও সদুত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হন তিনি।

এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ 

এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ 
এখনই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে না, বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদ 

কলকাতা হাইকোর্টে মামলা গড়াতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, যতদিন আদালতে এই মামলা চলবে, ততদিন নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারবে না। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ এর আগেও একাধিকবার বাড়ানো হয়েছিল। এখনও আবার বাড়ানোর নির্দেশ দিল আদালত।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

চলতি বছরে ১২ ফেব্রুয়ারি ২ এপ্রিল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছে। পরীক্ষার দিনই বাতিল হয়ে যায় রসায়ন পরীক্ষা। ২৬ ফেব্রয়ারির পরিবর্তে ২১ মার্চ দ্বাদশ শ্রেণির রসায়নের পরীক্ষা নেওয়া হয়।
হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

এই ঘটনার জন্য আপনাদের যে সমস্যার সৃষ্টি হল তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আপনাদের ভালবাসা। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ অনুরাগী। অগাস্টে ১২০ শতাংশ নিয়ে হাজির হব।'
একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

বীরভূমে ভোটপ্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর? তাই কি হয়! রবিবার লাভপুরের জনসভা থেকে অনুব্রতর কথা স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, একদিন কেষ্ট ঠিকই বেরোবে, তাঁকে ভুলে গেলে চলবে না।
তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

যদিও এই ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক সংস্থার মদতে এই ধরনের ভিডিও তৈরি হয়েছে। সন্দেশখালির আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই পরিকল্পনা এঁটেছে তৃণমূল।” 

Lifestyle and More...