বাংলার আবেগ ধরতে পারেনি BJP! তৃণমূলে ফিরলেন দমবন্ধ হয়ে আসা বিশ্বজিৎ

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বাংলার আবেগ ধরতে পারেনি BJP! নেই কাজের পরিবেশ, তাই ফুল বদল করে গেরুয়া শিবিরে গেলেও কাজ করতে পারেননি ঠিক ঠাক। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মানুষের জন্য কাজ করার ইচ্ছা নিয়ে ফের ঘাস ফুল শিবিরে ফিরে এলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস।

আরও পড়ুনঃ ভাঙছে বঙ্গ বিজেপি, আজই TMC’তে যোগদানের সম্ভাবনা দুই MLA’এর

তৃণমূলের তরফে খবর ছিলই আজ দলে আসতে পারেন বাগদার বিজেপি বিধায়ক, জল্পনা ছিল বিজেপি বিধায়ক সত্যেন রায়কে নিয়েও। গতদিনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি বলেই খবর ছিল। তবে আজ তিনি না এলেও পুরানো দলে ফিরে এসেছেন বিশ্বজিৎ।

১৯ এর ভোটের আগেই দল বদলে গেরুয়া শিবিরে গিয়েছিলেন তিনি। এবারের ভোটে বিজেপির হয়ে জিতেওছেন। তবে দলের সঙ্গে যে তফাৎ বাড়ছিল তা চোখ এড়ায়নি কারোর। শেষমেশ জল্পনা সত্যি করে আজ  তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মহিলা তৃণমূলের সভানেত্রী কাকলি ঘোষদস্তিদারের হাত থেকে ঘাসফুলের পতাকা নিয়ে ফিরলেন মমতার দলে।

বাংলার আবেগ ধরতে পারেনি বিজেপি…মানুষের জন্য কাজ করতে তৃণমূলেই ফিরলেন বিশ্বজিৎ। 

বাংলার আবেগ ধরতে পারেনি BJP! তৃণমূলে ফিরলেন দমবন্ধ হয়ে আসা বিশ্বজিৎ
বাংলার আবেগ ধরতে পারেনি BJP! তৃণমূলে ফিরলেন দমবন্ধ হয়ে আসা বিশ্বজিৎ

আচমকা দল বদলুদের দলে প্রবেশ করানো নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘বিজেপি-র ধ্বংসাত্মক রাজনীতির সঙ্গে নিজেকে মেলাতে পারছিলেন না বিশ্বজিৎ। দলের কাছে আবেদন করেন। দল তাঁর আবেদন মঞ্জুর করেছে।’’

এদিকে দল বদলেই বিজেপি বিধায়ক জানান, ‘‘ভুল বোঝাবুঝির কারণেই তৃণমূল ছেড়েছিলাম। ঠিক হয়নি। কিন্তু বিজেপিতে কাজের পরিবেশ নেই, দমবন্ধ হয়ে আসছিল। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম।’’  সঙ্গেই তিনি বলেন, ওই দলে কাজের কোন পরিবেশ নেই, কেবল কোন্দল চলে নিজেদের মধ্যে। আর ২১ এর ভোটের পর মমতাই দেশের মুখ।

দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে তাই মমতার হাত ধরলেন তিনি। এদিকে এভাবে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যাওয়াকে এক প্রকার প্রতারণা বলে মনে করছে বঙ্গ বিজেপির নেতা মন্ত্রীরা। আপাতত ৭৭ থেকে নেমে বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ৭২ এ।

 

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

গত ৫ মে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 
ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা!
দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ। ডানকান ফ্লেচারের পরে আর কোনও বিদেশি কোচ থাকেনি ভারতীয় দলে। তবে এ ব্যাপারে পুরো দায়িত্ব সিএসির হাতে। যে কমিটিতে যতীন পারাঞ্জাপে, অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক।
ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

অধীর বাবু যায় বলুক না কেন ইন্ডিয়া জোট নিয়ে তাঁকে দায়ি করেছেন অভিষেক। তিনি বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷

Lifestyle and More...