মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন, চাণক্য-মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে?

Arjun-Mukul Meet: জেলা রাজনীতিতে একটা সময় 'সাপে-নেউলে' সম্পর্ক ছিল মুকুল রায় ও অর্জুন সিংহের। যদিও সে সম্পর্ক পরে অন্যদিকে বাঁক নেয়।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

জেলা রাজনীতিতে একটা সময় ‘সাপে-নেউলে’ সম্পর্ক ছিল মুকুল রায় ও অর্জুন সিংহের। যদিও সে সম্পর্ক পরে অন্যদিকে বাঁক নেয়। মুকুলের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন দাপুটে নেতা অর্জুন সিংহ। শুক্রবার সেই মুকুল রায়ের বাড়ি গিয়েই দেখা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। পা ছুঁয়ে নিলেন আশীর্বাদ। মুকুলের হাতে তুলে দিলেন ফুলের স্তবক।

আরও পড়ুন: যাদবপুরে ভোটপ্রচারে গিয়ে বাধার সম্মুখীন সায়নী, রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

রাজ্য-রাজনীতির ‘চাণক্য’ হিসাবে পরিচিত মুকুল রায়। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের নেপথ্যে মুকুলের অগ্রণী ভূমিকা ছিল বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও সেই ‘চাণক্য-যুগ’ শেষ হয়েছে। রাজনীতি থেকে এই মুহূর্তে অনেকটাই দূরে মুকুল। ছেলে শুভ্রাংশু আগেই জানিয়েছিলেন, মাথায় কিছু সমস্যা হয়েছে বাবার। সেই অনুযায়ী চিকিৎসাও চলছে।

মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন, চাণক্য-মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে?
মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন, চাণক্য-মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে?

আগের চেয়ে শরীর অনেকটাই ভেঙে গিয়েছে মুকুল রায়ের। তাঁর বাড়িতে গিয়ে অর্জুন সিংহ বললেন, “মুকুল রায় আমার রাজনৈতিক অভিভাবক। তাঁর হাত ধরেই আমার রাজনীতিতে আসা। আজ ওঁর আশীর্বাদ নিলাম। মুকুল’দা ভোটে জেতার কথাই বলেছেন। শুভ্রাংশু আমার ছেলের মতো।” মুকুল রায়ও নাকি ‘বিজয়ী ভব’ বলে আশীর্বাদ করেছেন অর্জুনকে এমনটাই সূত্রের খবর।

মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন, চাণক্য-মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে?

মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন, চাণক্য-মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে?

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের টিকিট অর্জুন সিংহকে দেয়নি তৃণমূল। ক্ষোভে ফের একবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এবার পদ্ম-প্রতীকেই লড়বেন অর্জুন। দিন কয়েক আগেই তিনি ব্যারাকপুরের আর এক দাপুটে সিপিআইএম নেতা তড়িৎ বরণ তোপদারের সঙ্গে দেখা করেন। আবার ব্যারাকপুরের এবারের তৃণমূলপ্রার্থী পার্থ ভৌমিকও মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন। ফলে, বঙ্গ রাজনীতিতে চাণক্য যে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে যাননি তা আবারও প্রমাণিত।

মুকুলের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন অর্জুন, চাণক্য-মন্ত্রেই ফের বাজিমাত ব্যারাকপুরে?

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।
মমতার পাশে ইন্ডিয়া, অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

মমতার পাশে ইন্ডিয়া, ‘হয় মানো নয় বাইরে যাও’ অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

যদিও অধীর এসব সতর্ক বার্তাতে একেবারেই ভাবিত নন। তাঁর কথায়, "আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক!"

Lifestyle and More...