সৌদি আরবের মরুঝড়ে ছিন্নবিচ্ছিন্ন নীল সাদা, অঘটন কাতারে

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ছোট দল যখন বড় দলকে পরাজিত করে, তখন বলা হয় আপসেট। অতীতে বিশ্বকাপে এমন আপসেট বেশ কয়েকবার ঘটেছে। উত্তর কোরিয়ার কাছে ইতালির হার, দক্ষিণ কোরিয়ার কাছে জার্মানির হার, অথবা আমেরিকার কাছে ইংল্যান্ডের হার। তাই বলে সৌদি আরবের কাছে প্রবল পরাক্রমশালী আর্জেন্টিনা হেরে যাবে এমনটা স্বপ্নেও ভাবা যায়নি।

আরও পড়ুনঃ কেষ্টহীন বীরভূম নিয়ে বিশেষ পরিকল্পনা অভিষেকের, বৈঠকে দেবেন বিশেষ বার্তা

মেসির শেষ বিশ্বকাপে রূপকথার কাহিনি রচনা করবে আর্জেন্টিনা। সে অপেক্ষাতেই এদিন একবুক আশা নিয়ে টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু প্রথম ম্যাচেই যে এমন অঘটন ঘটবে, তা হয়তো আর্জেন্টিনা দলের অতি বড় শত্রুও কল্পনা করেননি। বিশ্বকাপের ইতিহাসে গত ৬ দশকে প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর কখনও ম্যাচ হারেনি লা আলবেসেলেস্তা।

সৌদি আরবের মরুঝড়ে ছিন্নবিচ্ছিন্ন নীল সাদা, অঘটন কাতারে

কিন্তু এদিন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার পরও জয় উপহার দিতে ব্যর্থই হল মেসি। অপরদিকে নিজেদের সবটা নিংড়ে দিলেন সৌদির ফুটবলাররা। বুঝিয়ে দিলেন, নাম নয়, মাঠে নেমে খেলাটাই আসল। ম্যাচের শুরুটা ভাল করে আর্জেন্টিনা। নিজেদের মধ্যে বল ধরে ছোট ছোট পাসে উঠছিলেন মেসিরা। তার ফলে সুযোগও তৈরি হয়। প্রথম ২ মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা।

সৌদি আরবের মরুঝড়ে ছিন্নবিচ্ছিন্ন নীল সাদা, অঘটন কাতারে

ডান প্রান্তে বল পেয়ে বক্সের কাছে এসে লাউতারো মার্তিনেজের দিকে বাড়ান দি মারিয়া। মার্তিনেজের ব্যাক হিল ধরে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করার চেষ্টা করেন মেসি। কিন্তু গোড়ালির দিকে বল লাগায় ঠিক জায়গায় বল যায়নি। ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন সৌদির গোলরক্ষক। তাতে অবশ্য গোল পেতে সমস্যা হয়নি আর্জেন্টিনার।

সৌদি আরবের মরুঝড়ে ছিন্নবিচ্ছিন্ন নীল সাদা, অঘটন কাতারে
সৌদি আরবের মরুঝড়ে ছিন্নবিচ্ছিন্ন নীল সাদা, অঘটন কাতারে

খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকে গোল করেন তিনি। বাঁদিক থেকে আর্জেন্টিনার গোমেজ নজরে পড়ছিলেন। কিন্তু ডি মারিয়া প্রথমার্ধ পর্যন্ত নিজের স্বাভাবিক খেলা তুলে ধরতে পারেননি। ২২ মিনিটে মেসি দ্বিতীয় বার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইড হয়ে যায়। যত সময় যাচ্ছিল উৎকণ্ঠা বাড়ছিল আর্জেন্টিনার সমর্থকদের। আর্জেন্টিনা আক্রমণ তুলে আনছিল।

সৌদি আরবের মরুঝড়ে ছিন্নবিচ্ছিন্ন নীল সাদা, অঘটন কাতারে

কিন্তু বক্সে ফিনিশ হচ্ছিল না। সৌদির গোলরক্ষক এবং ডিফেন্ডার সাহসী লড়াই চালিয়ে গেলেন। অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়েছিল। আশা করা হচ্ছিল আর্জেন্টিনা হয়তো হার বাঁচিয়ে নেবে। একটি গোল শোধ করে দেবে তারকা খচিতদল। কিন্তু সেটা আর হল না। অপর দিকে দুর্দান্ত ফুটবল খেলে ইতিহাস তৈরি করলো সৌদি আরব।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া আজ কলকাকা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা।
ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।”
ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

সোমবারই পান্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাম এবং বিজেপি তৃণমূলকে তোপ দেগেছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।

Lifestyle and More...