Anubrata Mondal: শীতলপুর গেস্ট হাউসে কেষ্টকে জেরা করবে সিবিআই, আজ রাতেই গ্রেফতার?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ১০-বার সিবিআই সমন এড়িয়ে অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে আজ সকালে আটক হয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেষ্টকে গরু পাচার কাণ্ডে আটক করেছে সিবিআই। এদিন সকালে কেষ্টর বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, সিবিআই আধিকারিক এবং সংবাদমাধ্যমের গাড়ি মিলিয়ে ৭০ টি কনভয় রওনা দেয় আসানসোলের ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ অনুব্রতর গ্রেফতারে ঢাক বাজিয়ে রাস্তায় নেমে গুড়-বাতাসা বিতরণ করল বিজেপি।

সেখানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। হাসপাতালের গ্রিন সিগন্যাল পেয়ে অনুব্রত কে নিয়ে সিবিআই আধিকারিকদের দল এখন পৌঁছে গিয়েছে শীতলপুর গেস্ট হাউসে। সেখানেই কিছুক্ষন পর তাঁকে জেরা শুরু করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, জেরায় সহযোগীতা না করলে তাঁকে গ্রেফতার করে আজ রাতেই কলকাতায় নিয়ে আসতে পারে সিবিআই।

শেষরক্ষা হল না, অবশেষে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল।

এদিন সকালে অনুব্রত মন্ডলের গ্রেফতারি নিয়ে খবর ছড়িয়ে পড়তেই, রাজ্য জুড়ে চাপানউতর তৈরি হয়। বিরোধীরা যতটা আনন্দিত ঠিক ততটাই শঙ্কায় রয়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের কানাঘুষো পার্থর মত অনুব্রতর বিরুদ্ধেও কোন প্রমান পেলে তাঁকে সাসপেন্ড করে যাবতীয় ক্ষমতা কেড়ে নিতে পারে তৃণমূল।

শীতলপুর গেস্ট হাউসে কেষ্টকে জেরা করবে সিবিআই, আজ রাতেই গ্রেফতার?
শীতলপুর গেস্ট হাউসে কেষ্টকে জেরা করবে সিবিআই, আজ রাতেই গ্রেফতার?

তবে অনুব্রতের আইনজীবী সঞ্জীব দাঁ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘অনুব্রতবাবুকে ৪১-এ ধারায় নোটিস দেওয়া হয়েছে। এই নোটিসে জিজ্ঞাসাবাদ করা যায়। গ্রেফতার নয়। ওঁকে আটক করা হয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন। তাতে সিবিআই সন্তুষ্ট হবে আশা রাখি।’’

শীতলপুর গেস্ট হাউসে কেষ্টকে জেরা করবে সিবিআই, আজ রাতেই গ্রেফতার?

Anubrata Mondal: শীতলপুর গেস্ট হাউসে কেষ্টকে জেরা করবে সিবিআই, আজ রাতেই গ্রেফতার?

তবে আইনজীবীর কথায় চিড়ে ভিজছে না বলেই খবর। কারণ সিবিআই তাঁকে যতবারই নোটিশ দিয়েছে ততবারই সেই জেরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত। অন্যান্য তৃণমূল নেতাদের মতই পাড়ি জমিয়েছেন এসএসকেএম হাসপাতালে। যদিও এইবার কলকাতার এই সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কোন রিস্ক নেয়নি পার্থ চট্টোপাধ্যায়ের অভিজ্ঞতা সামনে রেখে। কেষ্টকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেয় হাসপাতাল। তারপরেই তাঁকে আটক করল সিবিআই।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

তাঁরা সকলে রয়েছেন রোহিতের সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের কয়েক জন শুধু হার্দিকের পাশে রয়েছেন। আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে। ইডেনেও একই ঘটনা ঘটেছে বলেই জানা যায়।
এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

৩২.৭ থেকে বেড়ে গতকাল সোমবার দিনের তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি। গতকাল রাতের তাপমাত্রা ২৬.৬ থেকে বেড়ে হয়েছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ থেকে ৫৩ শতাংশ।
মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দশাশ্বমেধ ঘাটে এদিন সকালে গঙ্গাপ্রণাম করেন নরেন্দ্র মোদি। গঙ্গার ঘাটে পুজো করেন নমো। উল্লেখ্য, সোমবার বারাণসীতে পৌঁছন মোদি। ৬ কিলোমিটার রোড শো করেন। বিপুল মানুষের ভিড় ছিল তাঁকে দেখতে। বর্ণাঢ্য রোড শোয়ের পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী।
ফের বেকায়দায় রাজ্যপাল! এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

ফের বেকায়দায় রাজ্যপাল! এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সিভি আনন্দ বোসের বিরুদ্ধে

সেই ধর্ষণ মামলার অনুসন্ধানের রিপোর্ট-ই এবার জমা পড়েছে নবান্নে। শ্লীলতাহানি ইস্যুর মধ্যেই এই ঘটনা যে রাজ্যপালের আরও অস্বস্তি বাড়াল তা বলাই বাহুল্য।
ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল।

Lifestyle and More...