Summer: তাপপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা!, বাইরে না বেরনোর নির্দেশ আবহাওয়া দফতরের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ আসছে চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরন তবে এই আনন্দের মধ্যেই তাপপ্রবাহের খবর শোনালো হাওয়া অফিস। ১০ থেকে ১৫ এপ্রিল প্রবল তাবপ্রবাহের সতর্কতা জারি। আগামী রবিবার পর্যন্ত একই রকম তাপপ্রবাহ থাকবে কিন্তু তাঁর পর দিন থেকেই হু হু করে বাড়বে তাপপ্রবাহ।

আরও পড়ুনঃ রোদে পোড়া দাগ কীভাবে তুলবেন? প্রাচীন কাল থেকে চলে আসা প্রথা জেনে নিন।

Summer heat and 'false hopes of some return' | Kolkata News - Times of India

দক্ষিণবঙ্গের পশ্চিমের, এবং উপকুল সংলগ্ন জেলা গুলি তে তাপপ্রবাহের জন্য বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিন দিনাজপুরেও প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস। এছাড়াও বাংলার সাত জেলায় পারদ বেশ চড়া থাকবে, যা প্রায় স্বাবাভিকের তুলনায় ৫ থেকে ৭ ডিগ্রি বেশি।

Here's why Kolkata is as hot as an oven right now | Skymet Weather Services

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার আলিপুরে ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দমদমে ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক ও বিধাননগরে ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস ও শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস , এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা-তে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

তাপপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা!, দমদমে ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস

Summer in Kolkata : Latest news and update on Summer in Kolkata

আবহাওয়া দফতর জানিয়েছেন এই তাপপ্রবাহের মাত্রা সব চেয়ে বেশি থাকবে ১০ থেকে ১৫ তারিখ। এই কদিন সকাল ১০ টা থেকে ১৫ টা অবধি বাইরে না বেরনোর পরামর্শ চিকিৎসকদের। এছাড়াও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
চতুর্থ দফায় চলছে ভোটাভুটি, দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

চতুর্থ দফায় চলছে ভোটাভুটি, দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

এক ঘন্টা ধরে বন্ধ রয়েছে ভোট গ্রহণ। এলাকায় বিশাল পুলিশবাহিনী সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ভোটারদের দাবি, এক ঘন্টা ধরে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না ভোট বন্ধ রয়েছে।
ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

গত ৫ মে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 
ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা!
দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ। ডানকান ফ্লেচারের পরে আর কোনও বিদেশি কোচ থাকেনি ভারতীয় দলে। তবে এ ব্যাপারে পুরো দায়িত্ব সিএসির হাতে। যে কমিটিতে যতীন পারাঞ্জাপে, অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক।
ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Lifestyle and More...