মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? একেবারে উপরাষ্ট্রপতি!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিহারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? তাঁকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। শোনা যাচ্ছে, উপরাষ্ট্রপতি হতে চান তিনি। আবার রাজনৈতিক মহলের ধারণা, ক্ষমতায় থাকলেও বিজেপির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে তাঁর দলের। এমনকি বিধানসভার ভিতরেও সরব শরীক দল বিজেপিকে সরব হতে দেখা গেছে তাঁর বিরুদ্ধে। তাই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ India to Buy Oil from Russia: কোণঠাসা রাশিয়ার কাছ থেকে জলের দামে তেল কিনছে ভারত

অবশ্য রাজ্যসভার নিয়ে জল্পনা নিজেই জিইয়ে রেখেছেন নীতিশ। কারণ, লোকসভায় প্রার্থী হবেন তিনি? এই প্রশ্নের জবাবে নীতিশ জানিয়েছিলেন, সেবিষয়ে কোনও পরিকল্পনা নেই। রাজ্যসভার প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ১৬ বছর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তাই তাঁর এবিষয়ে কোনও আপত্তি নেই।

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? একেবারে উপরাষ্ট্রপতি!
মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? একেবারে উপরাষ্ট্রপতি!

এরপরেই অঙ্ক মিলিয়ে দেখা যায় উপরাষ্ট্রপতি পদে ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হয়ে আসছে। সেকারণেই রাজ্যসভা থেকে জায়গা দেওয়া হতে পারে তাঁকে। তবে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ইঙ্গিত অনেক আগে থেকেই দিয়েছেন তিনি। তাই রাজ্য ছেড়ে এবার জাতীয় রাজনীতিতে পা রাখার জন্যই এই বার্তা দিলেন।

উল্লেখ্য, এর আগে পাঁচ বার নালন্দা কেন্দ্র থেকে লোকসভায় গেছেন নীতিশ কুমার। এরপর রাজ্যসভাতে গেলেও অবাক করা কিছু হবে না। কারণ, লালু প্রসাদ যাদব, সুশীল মোদিদের মতো বর্ষীয়ান নেতারা দুটি কক্ষেই জায়গা পেয়েছেন। তাই তাঁর রাজ্যসভার যাত্রা স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? গুজব বলছেন জেডিইউ নেতারা 

মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? গুজব বলছেন জেডিইউ নেতারা 
মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় যেতে চান নীতিশ? গুজব বলছেন জেডিইউ নেতারা

তবে রাজ্যসভায় আসছেন না একথা স্পষ্ট করেছেন জেডিইউয়ের বর্ষীয়ান উপেন্দ্র খুশওয়াহা, সঞ্জয় ঝাঁদের মতো নেতারা। তাঁদের কথায়, এধরনের জল্পনা সত্য থেকে অনেকটা দূরে। এধরনের কোনও সিদ্ধান্ত নেননি নীতিশ কুমার।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।
২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।
নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

Lifestyle and More...