সূর্যকান্তদের নাম প্রকাশ, মানুষের সেবায় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছেন ব্রাত্যরা।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা। সাথে প্রায় ৬ কেজি সোনা। এই মুহুর্তে দুজনেই জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল। এই পরিস্থিতিতে সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় আরও বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। সেই কারনেই আজ সাংবাদিক সম্মেলন করে ‘পূর্ণ সত্য’ সামনে আনল তৃণমূল।

আরও পড়ুনঃ বিকিনি পরা ছবি দিয়ে বিপাকে সেই অধ্যাপিকা, ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ! 

২০১৭ সালে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়, ২০১১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের নেতা-মন্ত্রীরা নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে, শাসক দলের একাধিক নেতার সম্পত্তি ২০১১’র পর থেকে কয়েকগুণ বেড়েছে। কোনও কোনও নেতার সম্পত্তি ১ হাজার গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ। কিন্তু সেখানে পূর্নাঙ্গ তালিকা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল।

সূর্যকান্তদের নাম প্রকাশ, মানুষের সেবায় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছেন ব্রাত্যরা।

তৃনমূলের দাবি, বিষয়টি নিয়ে বিজেপি, বাম ও কংগ্রেস অর্ধসত্য প্রচার চালাচ্ছে। যে ১৯ জনের নাম গত সোমবার প্রকাশ্যে এসেছিল, তাঁদের মধ্যে ছ’জন— ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ রায়, শিউলি সাহা, মলয় ঘটক এবং জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই ‘সম্পূর্ণ’ তালিকা তুলে ধরেন ব্রাত্য। তিনি অধীর চোধুরী, সূর্যকান্ত মিশ্র-সহ বিরোধী দলের একাধিক নেতার নাম ওই তালিকায় রয়েছে বলে দাবি করেন।

সূর্যকান্তদের নাম প্রকাশ, মানুষের সেবায় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছেন ব্রাত্যরা।

তৃণমূলের তরফে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি। আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি। রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়। এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা’ । তৃণমূলের দিকেই একতরফা অভিযোগ কেন তোলা হচ্ছে প্রশ্ন তোলেন ফিরহাদ। ফিরহাদ বলেন, ‘‘মানুষের কাজ করার জন্য আমরা ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছি। মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়েছি। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ধারাবাহিক ভাবে আমাদের অপমান করা হচ্ছে।’’

সূর্যকান্তদের নাম প্রকাশ, মানুষের সেবায় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছেন ব্রাত্যরা।

পার্থ যা করেছেন তা লজ্জার, কিন্তু তৃণমূলের সবাই চোর নয়: ববি
সূর্যকান্তদের নাম প্রকাশ, মানুষের সেবায় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়েছেন ব্রাত্যরা।

বিজেপি-কে টার্গেট করেও আক্রমণ শানান ববি, তাঁর কথায়, ‘অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তির পরিমাণ কত?’ সেই সঙ্গে বাম কংগ্রেসের দিকেও তাঁর আক্রমণের ফলা। ‘বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে। অর্ধেক তথ্য প্রকাশ করছেন কেন?’ সেই সঙ্গে তিনি স্বীকার করে নেন, ‘পার্থ যা করেছেন, তাতে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর’

ব্রাত্য বসু উল্লেখ করেন, ২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে। আয় বৃদ্ধির তালিকায় নাম রয়েছে ১৩ বাম নেতার । আয় বৃদ্ধির তালিকায় নাম রয়েছে ৯ কংগ্রেস নেতার । সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম ৪ বিজেপি নেতারও । তৃণমূলের দাবি এই তালিকায় নাম আছে – অধীর চৌধুরী, আবু হেনা, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, নেপাল মাহাতো।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

উল্লেখ্য, এর আগে বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ধস নেমে সেই এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এই আবহে হিন্দ সিনেমা রসামনের সেই ক্রস প্যাসেজ তৈরির ক্ষেত্রে আশঙ্কা তৈরি হয়েছিল। আজ হাওড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানান রথীন চক্রবর্তী।
তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ, জগদ্দলের সভায় মোদির গলায় ফের 'চোর ধরো জেল ভরো'

তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ, জগদ্দলের সভায় মোদির গলায় ফের ‘চোর ধরো জেল ভরো’

রবিবার বাংলায় পর পর চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুটা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল থেকে। বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচার করলেন তিনি।
RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

আইপিএলে যথে¬¬¬¬ষ্ট অভিজ্ঞ ক্রিকেটার অক্ষর। আন্তর্জাতিক ক্রিকেটেও অক্ষরের অভিজ্ঞতা যথেষ্ট। ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রয়েছে ওর। নতুন দায়িত্ব পেয়ে অক্ষরও যথেষ্ট উত্তেজিত।’’
বৃষ্টির দিন শেষ, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

বৃষ্টির দিন শেষ, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

মালদা ও দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলবে।গতকাল দিনের তাপমাত্রা ৩০.৩ থেকে বেড়ে ৩৩.৮ ডিগ্রি হয়েছিল। রাতের তাপমাত্রা ২৬.৪ থেকে কমে হয়েছিল ২৩.৩ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষ দিন রানাঘাটে বড় চমক দিল বিজেপি। তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর হাত ধরে পদ্ম-পতাকা হাতে তুলে নিলেন রানাঘাটের তৃণমূলপ্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা...

Lifestyle and More...