Abhishek Banerjee: চিৎকার নয়, হাত তুলতে বলেছি! দলীয় কর্মীদের ধমক অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর এহেন মুহূর্তে দিনক্ষণ না জানলেও পঞ্চায়েতই একমাত্র লক্ষ্য! আর এই লক্ষ্যের জেরে টানা ২ মাস ধরে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচীতে যোগদান করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচীর মাধ্যমেই পঞ্চায়েতে প্রার্থী বাচাই করবে জনগণ! এমনটাই দাবি করেছেন অভিষেক। কিন্তু এই কর্মসূচীতে প্রথম দিন থেকেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

আরও পড়ুন: SSC ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র অফিসপাড়া! পুলিশের ধস্তাধস্তি, আটক একাধিক

জানা যাচ্ছে, তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শুরুর দিন থেকে একাধিকবার বিশৃঙ্খলা, কর্মীদের মধ্যে হাতাহাতি, ব্যালট বিভ্রাট! রীতিমত শোরগোল ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। আর তা নিয়ে বারংবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি। এবার নিজের চোখের চোখের সামনেই ‘ব্যালট-বিভীষিকা’ দেখে রেগে গেলেন অভিষেক! ভরাসভার মাঝেই দলীয় কর্মীদের ধমক দিয়ে অভিষেক বললেন, “চিৎকার করতে বলিনি। হাত তুলতে বলেছি!”

চিৎকার নয়, হাত তুলতে বলেছি, রেগে গেলেন অভিষেক

প্রসঙ্গত, এর আগেও ব্যালট বিভ্রাট বিতর্কের মুখে পড়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিওবা পুরো বিষয়টিকেই গুজব বলেই ব্যাখ্যা করেছিলেন তিনি। পাশাপাশি এই ধরনের যাবতীয় অভিযোগে কান না দেওয়াই ভালো বলেই দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এবার নিজের চোখের সামনেই ‘ব্যালট-বিভীষিকা’। আর তা দেখেই রীতিমত রেগে গিয়ে দলীয় কর্মীদের ধমক দিলেন অভিষেক!

চিৎকার নয়, হাত তুলতে বলেছি, রেগে গেলেন অভিষেক

সূত্রের খবর, রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ব্যালটে ভোট দেওয়া ঘিরে তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। ভরাসভাতেই দলীয় কর্মীদের মধ্যে হাতাহাতিরও অভিযোগ উঠে। পছন্দের প্রার্থীর নাম না থাকায় ক্ষোভ তৈরি হয় বেলডাঙা, রামপাড়া, দাদপুর সহ একাধিক জায়গায়। আর এই ঘটনায় প্রকাশ্যে আসে তৃণমূলের বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতির গোষ্ঠী কোন্দল! পরিস্থিতি এততাই হাতের বাইরে চলে যায় যে, বিশৃঙ্খলা সামাল দিতে হিমশিম খায় পুলিশ। শেষমেশ উত্তেজনা সামলান খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

চিৎকার নয়, হাত তুলতে বলেছি, রেগে গেলেন অভিষেক

চিৎকার নয়, হাত তুলতে বলেছি, রেগে গেলেন অভিষেক

 

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।
মমতার পাশে ইন্ডিয়া, অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

মমতার পাশে ইন্ডিয়া, ‘হয় মানো নয় বাইরে যাও’ অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

যদিও অধীর এসব সতর্ক বার্তাতে একেবারেই ভাবিত নন। তাঁর কথায়, "আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক!"

Lifestyle and More...