Suvendu-র পাল্টা সভায় অনুমতি দিল না পুলিশ! ফের আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর ডেরায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচী আয়োজিত হয়। আর সেই কর্মসূচী থেকেই শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ও জানান।

আরও পড়ুন: শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইয়ে! Live-in Partner-কে খুনের পর দেহ কেটে লুকিয়ে রাখার অভিযোগ

এরপরেই অভিষেকের সেই চ্যালেঞ্জের পাল্টা দিতেই নন্দীগ্রামে মিছিল করার সিদ্ধান্ত নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, আগামী ১৬ জুন, শুক্রবার নন্দীগ্রামে মিছিল করবে বিজেপি। তবে পদযাত্রা নয়, বিজেপি শিবির পাল্টা জমায়াতে জোর দিচ্ছে বলেই জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের ধারনা, যদিও প্রকাশ্যে অভিষেকের পদযাত্রাকে পাত্তা না দিলেও তাঁর কর্মসূচীর পাল্টা সভা করতে চাইছে গেরুয়া সিবির।

Suvendu-র পাল্টা সভায় অনুমতি দিল না পুলিশ, আদালতের দ্বারস্থ শুভেন্দু
Suvendu-র পাল্টা সভায় অনুমতি দিল না পুলিশ, আদালতের দ্বারস্থ শুভেন্দু

কিন্তু এবারও রাজ্যের দলনেতার মিছিলের অনুমতি দিল না পুলিশ। আর সেই কারনেই ফের একবার মিছিলের অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার শুভেন্দুর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। শুক্রবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, এর আগেও কখনও বাঁকুড়া, কখনও মালদহ, একাধিক জেলায় মিছিলের অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হয়েছে শুভেন্দুকে।

Suvendu-র পাল্টা সভায় অনুমতি দিল না পুলিশ, আদালতের দ্বারস্থ শুভেন্দু

উল্লেখ্য, নন্দীগ্রাম পৌঁছাতে না পৌঁছাতেই জমি আন্দোলনের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছনে, “বিজেপির মেয়াদ আর এক বছর! তারপর সিবিআই-ইডি গদ্দারকে গ্রেফতার করবে। শুভেন্দু অধিকারী বেইমান, শুভেন্দু অধিকারী মিরজাফর। গদ্দার অধিকারীর ক্ষমতা আছে? নিজের এলাকায় রাত ১০টায় মিটিং করার ক্ষমতা নেই শুভেন্দুরও! কিন্তু আমার আছে! তাই আমি করছি।” এরপরেই অভিষেকের পাল্টা এই মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু

Suvendu-র পাল্টা সভায় অনুমতি দিল না পুলিশ, আদালতের দ্বারস্থ শুভেন্দু

Suvendu-র পাল্টা সভায় অনুমতি দিল না পুলিশ, আদালতের দ্বারস্থ শুভেন্দু

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দাদার ভোট প্রচারে ভাই, বহরমপুরে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ইরফান!

দাদার ভোট প্রচারে ভাই, বহরমপুরে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ইরফান!

সূত্রের খবর রেজিনগর, বেলডাঙায় রোড শো করতে পারেন তাঁরা। কিন্তু পুরো বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভোট নিয়ে তৃণমূলের দাবি, তৃণমূলের দাবি, প্রচারে ইউসুফ যেভাবে সাড়া পাচ্ছেন, তাতে তাঁর জয় সময়ের অপেক্ষা।
বিজেপি নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির বাঘ?

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

১৪ দিন জেল হেফাজত শেষে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় সন্দেশখালির মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। সেখানেই ভাইরাল ভিডিও প্রসঙ্গে মুখ খোলেন তিনি। একদিকে যেমন, বিজেপির তরফে অভিযোগ, এই ভিডিও ফেক, উন্নততর প্রযুক্তি ব্যবহার করে ঘটনা ধামাচাপা দিতে তৈরি করেছে তৃণমূল। সেখানে কিন্তু শাহজাহানের বক্তব্য, "ওটা ফেক না, ওটা অরিজিনাল।"
দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে আত্মহারা পর্যটকেরা

দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে আত্মহারা পর্যটকেরা

চলতি সপ্তাহে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এ দিন জোয়ারের সময় ফুলে ওঠে সমুদ্রের জল। বাতাসের কারণে উত্তাল হয় সমুদ্র। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বড় শাহাজাহান রয়েছে, ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বড় শাহাজাহান রয়েছে, ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী

সায়নী প্রসঙ্গে পাপিয়া বলেন, 'সায়নী ঘোষকে যদি যাদবপুরের মানুষ যদি ভুল করেও ভোট দেয় তা হলে পাপিয়া অধিকারীর সন্দেহ থাকবে'। পাশাপাশি সায়নীকে মুর্খ বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।

পদ্ধতিগত জালিয়াতি! নিয়োগ মামলায় SSC-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অন্যদিকে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব, জানাল এসএসসি। রাজ্য জানাল,‘‘সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যে সব ওএমআর ডাটা মিলছে না সেগুলিও আলাদা করতে পারব।’’

Lifestyle and More...