PM Security Breach: নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, থাকছেন প্রাক্তন বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা বাতিলকে কেন্দ্র করে জল বহুদুর গড়িয়েছে। শেষ মুহুর্তে সভা বাতিলের কারণ হিসাবে নিরাপত্তায় গলদকেই প্রধান কারণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কী কারণে নিরাপত্তায় গলদ? রহস্যভেদ করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। যার নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা।

আরও পড়ুনঃ তৃণমূল-কংগ্রেসের জোটের জল্পনা বাড়লেন শরদ পাওয়ার, বললেন আসন বন্টন নিয়ে কথা হচ্ছে

এছাড়াও ওই কমিটির সদস্য হিসাবে থাকছেন এনআইএর ডিরেক্টর জেনারেল, চন্ডিগড়ের পুলিশ প্রধান সহ পাঞ্জাব পুলিশের এডিজি এবং পাঞ্জাব ও হরিয়ানা আদালতের রেজিস্ট্রার জেনারেল। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার তিন সদস্যের বেঞ্চের তরফে বলা হয়েছে, কোনও পক্ষ নয়, বরং নিরপেক্ষ তদন্তের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। কেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ ছিল। এর পিছনে প্রধান কারণ কী? অতি দ্রুত এই কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Supreme Court mulls limit to role as policy watchdog - The Hindu

প্রসঙ্গত,গত সপ্তাহেই পাঞ্জাবের ফিরোজপুরে একটি কর্মসূচী ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভাতিন্ডা বিমানবন্দর থেকে প্রথমে হেলিকপ্টারে যাওয়ার কথা হলেও খারাপ আবহাওয়ার কারণে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর যাত্রাপথেই ঘটে বিপত্তি। কৃষকদের বিক্ষোভ দেখে গন্তব্যস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার আগেই দাঁড়িয়ে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর সমস্ত কর্মসূচী বাতিল করে ভাতিন্ডা বিমানবন্দর ফিরে যান প্রধানমন্ত্রী।

নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত 

নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত 
নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত

যদিও গত সপ্তাহে এই ঘটনাবলীর পর থেকেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। কেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি? নির্বাচনের প্রাক মুহুর্তে কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছে বিজেপি। পাল্টা কংগ্রেসের বক্তব্য, কৃষকরা আগে থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছিল। তার ওপর সেদিন প্রধানমন্ত্রীর সভায় খালি চেয়ারের উপস্থিতির আন্দাজ পেয়েই সভা বাতিল করে দেওয়া হয়েছে।

তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে যে সমস্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সমস্ত কিছু স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

বৈশাখের শেষলগ্নে কয়েকদিন বৃষ্টিতে যেন প্রাণ জুড়িয়েছিল সকলেরই। জৈষ্ঠ্য আসতেই আবার ফুল ফর্মে সূর্য্যিমামা। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি। এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

Lifestyle and More...