আগামীকালের ডুমুরজলার সমাবেশে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি
আগামীকালের ডুমুরজলার সমাবেশে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি

নজরবন্দি ব্যুরো: আগামীকালের ডুমুরজলার সমাবেশে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি। সূত্র মারফত পাওয়া খবরে তা জানা গেছে। দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের জেরে ২ দিনের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে গেরুয়া শিবিরে যোগদান থেমে থাকছে না। পরিকল্পনামতই সব হবে বলে এখনও বিজেপি সূত্রের খবর। আজ দিলীপ ঘোষ জানান, রবিবার হাওড়ার কর্মসূচি থাকছে। শনিবার অর্থাৎ আজকের যাবতীয় কর্মসূচি বাতিল করা হচ্ছে। তবে রবিবার  অমিত শাহ আসবেন না। অমিত শাহের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা আসবেন এই কর্মসূচিতে। তবে সেই সময় সঠিক করে কোনও নেতা বা নেত্রীর নাম বলেননি দিলীপবাবু। বিজেপি সূত্রের খবর, শীর্ষ নেতা ও নেত্রীদের মধ্যে এইনিয়ে বৈঠক হওয়ার পরই সিদ্ধান্ত হয়েছে যে ডুমুরজলায় গেরুয়া শিবিরে যোগদান মেলায় উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি।  

আরও পড়ুন:প্রথমে নোট এবার সিসিটিভি-র ফুটেজ থেকে মিলল দুই সন্দেহভাজনের সন্ধান, দিল্লি বিস্ফোরণের রহস্য তুঙ্গে

আজ বিকেল ৪ টের সময় দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সদ্য দলত্যাগী রাজীব বন্দোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী ও প্রবীর ঘোষাল। বিশেষ চ্যাটার্ড বিমানে তারা আজ দিল্লিতে পাড়ি দিয়েছেন। সেখানে জেপি নাড্ডা ও অমিত শাহের উপস্থিতিতে পদ্মে নাম লেখাবেন তাঁরা। তারপর তাঁরা আজই কলকাতায় ফিরে আসবেন বলে জানিয়েছেন।  তাঁদের সঙ্গে রানাঘাটের পুরপ্রশাসকও ছাড়াও রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আগামীকাল ডুমুরজলা স্টেডিয়ামে স্মৃতি ইরানির সঙ্গে উপস্থিত থাকবেন এঁদের প্রত্যেকেই। অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে এবার চমক দিতে চেয়েছিল বিজেপি। সেরকমই বলেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে তা আর হয়ে ওঠেনি।

আগামীকালের ডুমুরজলার সমাবেশে উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি। অন্যদিকে ঠাকুরনগরে আজ অমিত শাহের মতুয়াদের সভা ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়। অমিত শাহ সভায় উপস্থিত থাকতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন মতুয়াদের একাংশ। এরপরই দিল্লি থেকে সরাসরি কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন অমিত শাহ। তিনি জানান,  “মঞ্চ যেমন আছে, তেমনই থাক। মঞ্চ খোলার কোনও দরকার নেই। প্রস্তুতি যেমন রয়েছে, তেমনই থাক। ওই মঞ্চেই সভা হবে। কয়েকদিনের মধ্য়েই হতে পারে সেই সভা।“ শান্তনু ঠাকুর ও কৈলাস বিজয়বর্গীয়কে ফোনে এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। সাংবাদিক বৈঠকে একথা জানান মুকুল রায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে ডুমুরজলা স্টেডিয়ামে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কতটা সামাল দিতে সক্ষম এখন সেটাই দেখার। অমিত শাহের মতো উত্তেজনা কী তাঁকে ঘিরেও দেখা যেতে পারে, সেটাই এখন প্রশ্নচিহ্ন।