
অর্ক সানাঃ ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে রয়েছে সিপিআইএম এবং তৃণমূল। তবে এ রাজ্যেও আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল রাজনৈতিক মহলে। এদিন মুম্বইতে ইন্ডিয়া জোটের শরিকদলগুলি বৈঠক করে। সেই বৈঠকের পরে আসন সমঝোতা নিয়ে মুখ খোলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, “রাজ্য ভিত্তিক আসন সমঝোতা শুরু হবে। আমরা সবাই এক, এটা নিয়ে কোনও দ্বিমত নেই। দেশের বিভিন্ন প্রান্তে আমরা একাধিক জনসভা করব।”
সীতারাম বলেন, I.N.D.I.A জোটে আরও পার্টি যোগ দেবে। রাজ্যস্তরে আসন সমঝোতা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। এটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ভারতীয় সংবিধান আমাদের সকলের জন্যে সমান অধিকার দিয়েছে। অনেক ঘটনা হয়ে গিয়েছে মিটিংয়ে। তিনি বলেন, এটা খুব পরিষ্কার যে মোদী আতঙ্কিত যে আমরা একজোট হয়েছি।
মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় এদিন সীতারামের মুখে। ২১ জুলাই মমতা যে কথা বলেছিলেন আজ সেই সেই কথাই বলেন সীতারাম। ”তিনি বলেন মোদী ভয় পেয়ে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিয়েছে। সমস্ত নেতারা একজোট হয়েছে। সমস্ত দেশে একজোট হয়ে মিটিং হবে। সামনের মাস থেকে আরও ঐক্যবদ্ধতা দেখতে পাবেন।”

এখন লাখ টাকার প্রশ্ন হল, তাহলে কি রাজ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে সিপিআইএম কংগ্রেস আর তৃণমূল? আসলে ভোট আর ক্ষমতা বড় বালাই। হয়তো আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে এমন দেওয়াল লিখন দেখা যাবে, ”দুর্নীতি মুক্ত ভারত গড়তে সিপিআইএম, কংগ্রেস সমর্থিত INDIA জোটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দোপাধ্যায় কে ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জয়ী করুন।”
অভিষেকের সমর্থনে সভা করবেন অধীর-সেলিম? BJP-কে জেতাতে মরিয়া মমতা-ইয়েচুরিরা! কেন?
এদিন বেশ খানিকক্ষণ ধরে লালুপ্রসাদ যাদব ভাষণ দিচ্ছিলেন দুর্নীতির বিরুদ্ধে। সীতারাম ইয়েচুরি মাথায় লাল তিলক কেটে গিয়েছিলেন বৈঠকে। সবই দেশের স্বার্থে। আসলে সবার কাছেই পার্টির থেকে দেশ বড়। এই ধরনের জোটের চেষ্টা যত হবে ততই মজবুত হবে বিজেপি। একটা অনুমান বলছি। কেস দেবেন না প্লিজ। ২০২৪ সালে বিপুল ভাবে জয়যুক্ত হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের ক্ষমতায় আসবে বিজেপি। ২৪ লোকসভা নির্বাচনের পর রাজ্যে শুরু হবে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি।
গ্রেফতার হবেন অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু কিছুদিন পরেই ক্লিন চিট পেয়ে বেরিয়ে আসবেন তিনি। ২০২৬ নির্বাচনে মমতার নেতৃত্বে ভোটে লড়বে তৃণমূল, মুখ্যমন্ত্রীর মুখ হবেন অভিষেক। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল। মজবুত বিরোধী দল হবে বিজেপি। যথারীতি শূন্য হবে বাম-কংগ্রেস। মিলিয়ে নেবেন…