লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতার হাত শক্ত করুন, বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ একতা সময় বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে চেয়েছিলেন তিনি। রাজ্যসভায় বাম তথা সিপিআইএমের সবথেকে ভাল পার্ফরমার খানিকটা পার্ফর্মেন্সের জেরেই লোকসভার সাংসদ মহম্মদ সেলিমের চক্ষুশূল হন। প্রথমে সাসপেন্ড, পরে তদন্ত কমিটি, সাথে কেচ্ছা। কিছুই বাদ যায়নি একদা বুদ্ধদেব ভট্টাচার্যর ব্লু আইড বয় ঋতব্রত বন্দোপাধ্যায়ের জীবন থেকে। আর সেই ঋতব্রত এবার বললেন, লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতার হাত শক্ত করুন!

আরও পড়ুনঃ ৭ থেকে ১১ বছরের শিশুদের দেওয়া যাবে কোভিশিল্ড, ট্রায়ালের অনুমতি সেরাম-কে।

কিন্তু কেন এমন বললেন তিনি? আসলে ঋতব্রতর নজরে ছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম সমর্থক দের আচমকা রামে নাম লেখানোর প্রয়াস। বিজেপি তে যেমন একের পর এক তৃণমূল নেতা যোগ দিয়েছেন, তেমনই লক্ষ লক্ষ বাম সমর্থক যোগ দিয়েছেন। লোকসভা বা বিধানসভায় প্রাপ্ত বিজেপির ভোটের প্রায় ৭৫ শতাংশই বাম ভোট। আর যে বাম ভোত টুকু পড়েছিল তাঁর একতা অংশ গেছে তৃণমূলের ঘরে। যার ফলে শূন্যে পৌঁছে গেছে বাম। আর বিরোধী দলের মর্যাদায় উঠে এসেছে বিজেপি।

ঋতব্রতর চোখে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আসল বামপন্থী। তাঁর কথায়, “আমাদের রাজ্যে সব থেকে বড় বামপন্থীর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়।” তারপরেই তিনি বলেন, “লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। কারণ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ায় প্রয়োজন আছে। আর সেটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুধু সম্ভব।”

লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতার হাত শক্ত করুন, বলছেন ঋতব্রত

লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতার হাত শক্ত করুন, বলছেন ঋতব্রত
লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতার হাত শক্ত করুন, বলছেন ঋতব্রত

একদা দাপুটে বক্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। রাজ্যসভায় তাঁর চাঁচাছোলা বক্তব্যের জন্যে একাধিকবার বাহবা কুড়িয়েছেন তিনি। সিপিআইএম তাঁকে বহিষ্কার করার পর যতদিন নির্দল সাংসদ হিসেবে রাজ্য সভায় ছিলেন তিনি, তাঁর বক্তব্যে বার বার উঠে এসেছে বাংলার কথা। এমনকি যে কাজ মমতা বন্দোপাধ্যায় কখনও করেননি সেই কাজ তিনি করেছিলেন ঋতব্রতর বেলায়। ঋতব্রত বন্দোপাধ্যায়ের ট্যুইট কে রিট্যুইট করেছিলেন মমতা। আর এখন গৌতম দেব বা বুদ্ধবাবুর সেই ব্লু আইড বয় তৃণমূলের প্রথম ৫ টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে একটির রাজ্য সভাপতি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...