Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, আটক ৩ কুড়মি আন্দোলনকারী

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: ফের ৩ কুড়মি নেতাকে আটক করল পুলিশ। এই নিয়ে এখনও পর্যন্ মোট ৭ জনকে আটক করল পুলিশ। শনিবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় শালবনী থেকে চারজনকে আটক করেছিল পুলিশ। এবার বেলা বাড়তেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি থেকেও আরও ৩ জন কুড়মি নেতাকে আটক করল পুলিশ। যদিওবার পুলিশের দাবি, হামলার অভিযোগে আটক করা হয়নি এই তিনজনকে!

আরও পড়ুন: Sukanta Majumdar: অনুব্রতহীন বীরভূমে বেহাল অবস্থা পদ্ম শিবিরের! জমি শক্ত করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক সুকান্তর

পুলিশ সূত্রের খবর, গতকাল শাসক দলের নেতা-মন্ত্রীরা যেভাবে কনভয়ে হামলার ঘটনায় কুড়মি নেতাদের দোষারোপ করছিলেন, তারই প্রতিবাদ জানাতে প্রস্তুতি নিচ্ছিলেন ওই আন্দোলনকারীরা। ঠিক সেইসময় বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। এরপরেই কমলেশ মাহাতো সহ তিন আদিবাসী কুড়মি নেতাকে সেখান থেকে আটক করে পুলিশ। অন্যদিকে, শুক্রবারের ঘটনার পর শনিবার সকাল থেকেই এলাকায় পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে। মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ আধিকারিক।

Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, এখনও পর্যন্ মোট ৭ জনকে আটক করল পুলিশ
Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, এখনও পর্যন্ মোট ৭ জনকে আটক করল পুলিশ

প্রসঙ্গত, গতকাল তৃণমূলের নবজোয়ার যাত্রায় শালবনিতে ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নবজোয়ার যাত্রায় রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, গতকালই মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভাঙে। একাধিক গাড়িতে ইটবৃষ্টি হয়। পরপর গাড়ি ভাঙচুরের ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠে এলাকা। শুধু তাই নয়, হামলার পাশাপাশি তৃণমূল কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। এরপরেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিষেক বন্দোপাধ্যায় হুঁশিয়ারি দেন। এই ঘটনার পিছনে বিজেপির ইন্ধন আছে বলেই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনায় কুড়মি আন্দোলনকারীদের একাংশকে দায়ী করেছেন বীরবাহা হাঁসদা।

Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, এখনও পর্যন্ মোট ৭ জনকে আটক করল পুলিশ

যদিও এই ঘটনার সঙ্গে কুড়মিদের কোনও যোগাযোগ নেই বলেই দাবি করেছেন আন্দোলনের নেতৃবৃন্দ। এই ঘটনার প্রসঙ্গে কুড়মি নেতা অজিত মাহাত বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে আমাদের কোনও লোক জড়িত নয়। কিন্তু তবুও আদিবাসী কুড়মি সমাজের নাম যুক্ত করা হচ্ছে। আমাদের কোনও কর্মীকে গ্রেফতার করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইলে আমরা ছেড়ে কথা বলব না। আমরাও তৈরি আছি। তবে এই ঘটনার নিন্দা করছি। পাশাপাশি আসল দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, এখনও পর্যন্ মোট ৭ জনকে আটক করল পুলিশ

Abhishek-এর কনভয়ে হামলার ঘটনায় তৎপর পুলিশ, এখনও পর্যন্ মোট ৭ জনকে আটক করল পুলিশ

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল।
অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

কারণ রাজস্থান রয়‌্যালস, তারা দুনম্বরেই রয়ে গিয়েছে। কেকেআর যদি শেষ দুটো ম‌্যাচ জিততে পারে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করবেন শ্রেয়সরা।
অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

কুণাল ঘোষ। দলের রাজ্য সম্পাদক পদের পাশাপাশি লোকসভা নির্বাচনের তারকা প্রচারক হিসাবেও তাঁকে বাদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি নিজেও বলেন, আমি সিস্টেমে মিসফিট। কিন্তু, তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবেই তিনি থাকবেন তাও জানান।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।

Lifestyle and More...