বৈঠকে শুধু ক্ষয়ক্ষতির হিসেব যাবে তিনি যাবেন না! ১৫ মিনিটে কাগজ হ্যান্ডওভার করে ফিরবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বৈঠকে শুধু ক্ষয়ক্ষতির হিসেব যাবে তিনি যাবেন না! কলাইকুন্ডা বৈঠক প্রসঙ্গে আজ সাগরের প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা এবং ক্ষয়-ক্ষতির পর্যালোচনা করতে কথা ছিলো আজই আমনে সামনে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল নবান্ন থেকে মমতা নিজে জানিয়েছিলেন, আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন, আমাকে ডেকে পাঠানো হয়েছে, আমি যাবো।

আরও পড়ুনঃ আদালতের আচরণ কলকাতা হাই কোর্টের ঐতিহ্য নষ্ট করেছে, নারদ নাটকের দোলাচালে ক্ষুব্ধ বিচারপতি

আজকের বৈঠকে রাজ্যের ক্ষয় ক্ষতি, কেন্দ্রের সাহায্য এসব নিয়েও আলোচনার কথা ছিলো, সম্ভাবনা ছিলো মুখ্যমন্ত্রী-প্রধান্মন্ত্রী একসঙ্গে ঘুরে দেখবেন বিপর্যস্ত কিছু এলাকা।  কিন্তু রাত বাড়তেই বিষয় ঘুরে যায় অন্যদিকে। গতকাল রাতে দিল্লি থেকে নবান্নতে খবর আসে প্রধানমন্ত্রীর সঙ্গে কলাইকুন্ডার বৈঠকে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার গভীর রাতে এই বার্তা আসার পরেই এক প্রকার বেঁকে বসেন মমতা।

যদিও সকাল থেকে এই ঘটনার মোড় ঘুরেছে, শুভেন্দুর উপস্থিতির কারন নিয়ে একাধিক বিতর্ক ওঠায় নিজের উপস্থিতির ভ্যালিড কারণ দর্শাতে অধিকারী ইতিমধ্যেই নিজের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পত্র প্রকাশ করেছেন। তবু প্রশ্ন ছিলোই বৈঠকে কি আসবেন মুখ্যমন্ত্রী? হিঙ্গলগঞ্জের পর সাগরদ্বীপ পরিদর্শনে যান, ১২ জন প্রশাসনিক কর্তার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে শুধু ক্ষয়ক্ষতির হিসেব যাবে তিনি যাবেন না! সাগর দ্বীপের বৈঠকেই মুখ্যমন্ত্রী নিজে জানালেন কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকছেন না তিনি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির সব হিসেব-নিকেশ দিয়ে আসবেন  দেবেন প্রধানমন্ত্রীকে। মমতা জানিয়েছেন “আমাকে কলাইকুন্ডায় যেতে হবে। যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে। আমাদের একটা কাগজ হ্যান্ডওভার করতে হবে। তাই জাস্ট ১৫ মিনিটের জন্য আমাকে যেতে হবে। আমি রিভিউ মিটিংটায় থাকছি না। জাস্ট কাগজটা হ্যান্ডওভার করব, কোথায় কী ক্ষতি হয়েছে। যতটা এখনও পর্যন্ত আমাদের কাছে আছে।”

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

রোহিতদের পরবর্তী কোচ কী স্টিফেন ফ্লেমিং? জল্পনা তুঙ্গে

ফ্লেমিংয়ের সব পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। CSK-এ তার চিত্তাকর্ষক ট্র্যাক রেকর্ডও তার পক্ষে কাজ করতে পারে। যদিও CSK-এর সিইও কাশী বিশ্বনাথন ফ্লেমিংয়ের কোচ হওয়ার খবর নাকচ করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের সিইও বলেন, এখনও পর্যন্ত এমন কিছু শুনিনি। স্টিফেন ফ্লেমিংও এই বিষয়ে CSK-এর সঙ্গে কোনও আলোচনা করেননি।
বাংলায় নেই, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আছি, ফের অবস্থান স্পষ্ট করলেন মমতা

বাংলায় নেই, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আছি, ফের অবস্থান স্পষ্ট করলেন মমতা

আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। সুজনের কথায়, "মমতা এখন বুঝতে পারছেন বিজেপি হারছে। তাই সুর বদলে এদিকে আসতে চাইছেন। আসলে বিজেপির সঙ্গেই আছেন।" সৌম্যর কথায়, "এটাকে বলে সুবিধাবাদী রাজনীতি। হাওয়া বুঝে নিজের মত বদলে ফেলা।"
নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ, নাম না করে শুভেন্দুকে বদলার হুঁশিয়ারি মমতার

নন্দীগ্রামে ভোট লুঠের অভিযোগ, নাম না করে শুভেন্দুকে বদলার হুঁশিয়ারি মমতার

এই কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় একুশ সালে হেরে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জেতেন শুভেন্দু অধিকারী। সেই হারের 'ক্ষত' এখনও যে পুরোপুরি সারেনি তা স্পষ্ট হল তৃণমূল সুপ্রিমোর কথায়।
শহরে ফের আয়কর হানা, উদ্ধার বিপুল নগদ

শহরে ফের আয়কর হানা, উদ্ধার বিপুল নগদ

বড় টাকার লেনদেনের উপর নজর রেখেছে নির্বাচন কমিশনও। একাধিক নেতার গাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পঞ্চম দফার ভোটের আগে বিপুল নগদ উদ্ধারে চাঞ্চল্য় ছড়িয়েছে।
ISF ছোট দল তাই CPIM সংসদে চায়নি, ক্ষোভ নওশাদের, 'গুজব রটাচ্ছেন' পাল্টা সেলিম

ISF ছোট দল তাই CPIM সংসদে চায়নি, ক্ষোভ নওশাদের, ‘গুজব রটাচ্ছেন’ পাল্টা সেলিম

ঘেঁটে গেল জোট! কংগ্রেস ও বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়লেও আইএসএফ-এর সঙ্গে 'চুক্তি' সম্ভব হয়নি। বেশিরভাগ কেন্দ্রেই এককভাবে লড়াই করবে আইএসএফ। আর জোট বাস্তবায়িত না হওয়ার পরেই কিন্তু সিপিআইএম-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Lifestyle and More...