প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম… #PresidentialElections

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে চান বিরোধীরা। এদিন সর্বসম্মোতভাবে রাষ্ট্রপতি পদে জন্য শরদ পাওয়ারের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীদের তরফে দেওয়া সেই প্রস্তাব ফেরালেন পাওয়ার। পরিবর্তে দুটি নাম প্রস্তাবে আনা হয়েছে। প্রথমটি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এবঙ্গ অপরটি ফারুক আবদুল্লাহ। এমনটাই সূত্রে খবর।

আরও পড়ুনঃ President Election: বিরোধীদের প্রস্তাব ফেরালেন শরদ পাওয়ার, তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন কে?

শোনা যাচ্ছে, এবিষয়ে সমস্ত দলের মতামত জানতে চাওয়া হয়েছে। সমস্ত পক্ষের মতামত পেলেই আগামী দিনে ফের বৈঠক ডাকবেন শরদ পাওয়ার। সেখানেই চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। তবে এদিন বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতিতে এক জনকে প্রার্থী করা হবে। যিনি দেশের সংবিধান রক্ষা করবেন এবং মোদী সরকারের হাতে ভারতীয় গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, তা রুখবেন।

এদিন চারটি দল উপস্থিত না হলেও বৈঠক ইতিবাচক হয়েছে বলেই মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অখিলেশ যাদব থেকে মেহবুবা মুফতি সমস্ত রাজনৈতিক দলের নেতারা এদিন উপস্থিত হয়েছেন। আমরা ঠিক করেছি সম্মিলিতভাবে একজনকে নির্বাচিত করব। সকলে মিলে তাঁকে সমর্থন করবে। একটা দুটো দল এদিন উপস্থিত তাহকতে পারেনি। আমরা তাঁদের সঙ্গে আলোচনা করব। আমরা বহু মাস পর বৈঠকে বসেছি। আবার বসব জানালেন মমতা।

প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম...  #PresidentialElections
প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম… #PresidentialElections

যদিও আগে থেকেই গোপালকৃষ্ণ গান্ধীকে ঘিরে জল্পনা চলছিল। এমনকি বিরোধী দলের কয়েকজন নেতা তাঁর সঙ্গে কথা বলেও জানা যায়। পরে সেই নেতারা দাবী করেন, তাঁর সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় চেয়েছেন। ফলত, সেই জল্পনা যে একেবারেই অমূলক নয়। তা প্রমাণিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে।

প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম...  #PresidentialElections
প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম… #PresidentialElections

এদিন কংগ্রেসের তরফে উপস্থিত হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালারা। উপস্থিত হয়েছেন অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, সিপিআইএম(এল) এ সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। শিবসেনার পক্ষ থেকে উপস্থিত হয়েছে প্রিয়াঙ্কা চতুর্বেদী। উপস্থিত হয়েছেন শরদ পাওয়ার এবং প্রফুল্ল প্যাটেলরা।

প্রস্তাব ফেরালেন পাওয়ার, মমতার প্রস্তাবে যাদের নাম... #PresidentialElections

জেডিএস-এর পক্ষ থেকে বিরোধীদের বৈঠকে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। এ ছাড়াও বৈঠকে যোগ দেবেন ডিএমকে নেতা টি আর বালু ও থিরুচি শিবা। আরজেডর পক্ষ থেকে থাকবেন তেজস্বী যাদব ও মনোজ ঝাঁ। আরএলডির তরফে থাকছেন জয়ন্ত চৌধুরী। সিপিআইয়ের হয়ে থাকছেন বিনয় বিশ্যম। ন্যাশনাল কনবফারেন্স নেতা ওমর আবদুল্লাহ এদিনের বৈঠকে উপস্থিত হয়েছেন।

প্রস্তাব ফেরালেন পাওয়ার, কাদের নাম রাখলেন মমতা? 

প্রস্তাব ফেরালেন পাওয়ার, কাদের নাম রাখলেন মমতা? 
প্রস্তাব ফেরালেন পাওয়ার, কাদের নাম রাখলেন মমতা? 

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে থাকবেন সুখেন্দুশেখর রায়, যশবন্ত সিনহা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনই কোনও প্রার্থীর নাম ঘোষণা করছেন না বিরোধী পক্ষ। সূত্রের খবর, একাধিক দলের তরফে একাধিক প্রস্তাব দেওয়া হবে। একাধিক নাম সেখান থেকে বেছে নেওয়া হবে। চলতি মাসেই আরও একটি বৈঠক ডেকে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।

Lifestyle and More...