‘‌ইয়াসের’ দাপটে ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ করোনা সংক্রমণের মাঝেই,চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়।দিঘা থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সোমবার রূপ নেবে সাইক্লোনে। মঙ্গলবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘‌ইয়াস’। প্রবল হাওয়ায় ২০ ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ।

আরও পড়ুনঃ হাইকোর্টের শুনানি স্থগিত রাখার অনুরোধ করে নারদা মামলায় আজ শীর্ষ আদালতে CBI।

আবহাওয়া অধিদফতর (আইএমডি) বলেছে যে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলটি এখন একটি চাপ অঞ্চলে পরিণত হয়েছে এবং ২৬ শে মে এটি ‘খুব মারাত্মক ঘূর্ণিঝড়’ হিসাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলকে অতিক্রম করবে। সোমবারের মধ্যে নিম্নচাপ অঞ্চলটি ঘূর্ণিঝড় ‘‌ইয়াসে’ -এ পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

ইতিমধ্যেই,দক্ষিনবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি-ঝোড়ো হাওয়া। মঙ্গলবার উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।২৫ মে অর্থাৎ মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াসে’ । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

এরপর,২৬ মে সকালে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড়।ওইদিনই সন্ধের দিকে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫-১৬৫ কিমি । পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এটি ।

এদিকে ‘‘ইয়াস’’ মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম তৈরি হয়েছে নবান্নের পাশে উপান্ন ভবনে । সেখানে বসেই দক্ষিণ বঙ্গে ঘূর্ণিঝড় পরিস্থিতি নজরদারি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তৈরি রাখা হয়েছে এনডিআরএফকে। সেইসঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।সাগরেও একইরকমভাবে সতর্ক পুলিশ-প্রশাসন। মাইকে চলছে প্রচার। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সমুদ্রে যাওয়ার থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখতে বলা হয়েছে।এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলি ও বিপর্যয় মোকাবিলা দফতরকে। পূর্ব রেল ২৪ মে থেকে ২৯ মে এর মধ্যে ২৫ টি ট্রেন বাতিল করেছে। এই সিদ্ধান্তের জন্য রেলওয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে, পাশাপাশি ২৫ টি বাতিল ট্রেনের একটি তালিকাও প্রকাশ করেছে।

ভারতে ‘ইয়াসে’ ঘূর্ণিঝড়ের আগমনের প্রস্তুতি পুরোদমে চলছে। এয়ারওয়েজের মাধ্যমে এক স্থান থেকে অন্য জায়গায় উদ্ধার ও ত্রাণ দল পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা বিমান এবং নৌ-জাহাজকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার ‘যশ’ ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পূর্ব উপকূলীয় অঞ্চলে কড়া নাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এর এক সপ্তাহ আগে পশ্চিম উপকূলে আসা ‘তউকত’ ঘূর্ণিঝড়টি ধ্বংসের কাহিনী ছেড়ে গেছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC

রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সাফ প্রশ্ন, “সিবিআই-এর মতো সংস্থা যদি এতদিন ধরে তদন্ত করে যোগ্য অযোগ্য বাছতে অপারগ হয় তাহলে কি করে হবে?”
আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

আজ থেকে শুরু তাপপ্রবাহের স্পেল, উত্তরেও চড়ছে পারদ, কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় পারদ চড়বে। নীচের তিন জেলায় মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ক্রমেই তাপমাত্রা বাড়বে। তবে উপরের জেলাগুলিতে যেমন- দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং সেন্টার

নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে কুমারটুলি ফুটবল কোচিং...

কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের সম্পাদক রাজীব গুহ ও তাঁর বন্ধু সঞ্জয় ঘোষ রায় যিনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তাঁদের উদ্দেশ্য ভালো মানের খেলোয়ার তৈরি করে ময়দানে পাঠানো ও বাংলা তথা ভারতের প্রতিনিধিত্ব করানো।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!

Lifestyle and More...