রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময়ের হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

Gautam Deb: সোমবার বরানগর উপনির্বাচনের বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য ও দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে মিছিলে হাঁটলেন এককালের তাবড় সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

এগারো সালে ক্ষমতার হাত বদলের পরে কিছুদিন তাঁকে দেখা গেলেও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদন ধরে সেভাবে রাজনীতির ময়দানে তাঁর দেখা মেলেনি। অবশেষে যেন স্বেচ্ছাবসর ভাঙলেন এককালের তাবড় সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সোমবার বরানগর উপনির্বাচনের বামপ্রার্থী তন্ময় ভট্টাচার্য ও দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে মিছিলে হাঁটলেন তিনি।

আরও পড়ুন: তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরত চান, চাকরিহারাদের ‘উপায়’ বাতলে দিলেন সায়ন

অতীত থেকে শিক্ষা নিয়েই আগামীর পথে চলতে হবে, দীর্ঘদিন পর প্রচারে বেরিয়ে মন্তব্য গৌতম দেবের। এদিন তাঁকে কাছে পেয়ে আপ্লুত বাম কর্মী-সমর্থকেরা। বরাহনগরের সিঁথি সার্কাস মাঠের সামনে থেকে সুজন ও তন্ময়কে পাশে নিয়ে মিছিলের সূচনা করলেন গৌতম। গাড়ি করে কাশীনাথ দত্ত রোড ধরে কিছুটা রাস্তা যান তিনি।

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব
রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

গৌতম দেবকে সঙ্গে নিয়ে বামেদের মিছিল গোপাললাল ঠাকুর রোড, দেশবন্ধু রোড হয়ে আলমবাজার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। হুড খোলা জিপকে সাজানোর জন্য ব্যবহার করা হয় বরাহনগরের বেশ কয়েক বারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বড় কাটআউট।

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

এদিন মিছিলে অংশ নিয়ে গৌতম দেব বলেন, “জ্যোতিবাবু চেয়েছিলেন বরাহনগরে শিল্প হোক, কলকারখানা হোক। না হলে কর্মসংস্থান কী ভাবে হবে? আমরাও সেটাই চাই। ভোটের প্রচারে মোদী ও মমতা লাগামহীন কথা বলছেন। তাঁদের কথার দিশা বা অভিসন্ধি কিছুই বোঝা যাচ্ছে না। তাই মানুষের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। আবার মিছিলে আসব।”

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

রাজনীতিতে প্রত্যাবর্তন? সুজন-তন্ময় হয়ে ভোট চাইতে বামেদের মিছিলে গৌতম দেব

প্রসঙ্গত, অনেকদিন ধরেই পার্কিনসন্স রোগে আক্রান্ত গৌতম। তাঁর মস্তিষ্কে পেসমেকারও বসানো হয়। তবে বর্তমানে তিনি কিছুটা সুস্থ বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসক। তিনি বলেছেন, “স্নায়ুর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, হাঁপানির সমস্যা ছিল। সে সব নিয়ন্ত্রণ করে, নিয়মিত ফিজিওথেরাপির পরে আবার হাঁটছেন।”

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

যোগ্য-অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব, মোদির আশ্বাসের পরেই উল্টোসুর SSC চেয়ারম্যানের

আজ আবার চাকরিহারারা করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে নামেন। তাঁদের বক্তব্য, তাঁরা যোগ্য। তাই চাকরি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ, এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ফের একবার উত্তাল রাজ্য-রাজনীতি।
সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, আইপিএল এ অধিনায়কত্ব নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত

একাধিক অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ফলে ব্য়াপারটা আমার কাছে আলাদা বা নতুন কিছু নয়। আমার জন্য় যা তোলা আছে, সেভাবেই আমাকে চলতে হবে। তারপর প্লেয়ার হিসেবে আমার থেকে কী চাওয়া হচ্ছে, সেটাই পূরণ করার চেষ্টা করেছি বিগত এক মাস বা তার বেশি সময়ে ধরে।'

বিরোধীদের চেয়ে বেশি ক্ষতিকর কুণাল ঘোষ! যেন বহুদিনের ক্ষোভ উগড়ে দিলেন পার্থ

শুধু দলের রাজ্য সম্পাদক পদ থেকেই নয়, তারকা প্রচারকের তালিকা থেকেও কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বারংবার দলবিরোধী মন্তব্য করছেন তিনি। যদিও কুণালের সাফ কথা, তিনি দলের সৈনিক কিন্তু সত্য কথা বলতে তিনি পিছপা হবেন না।
টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে ছিটকে গেল ভারত, প্রথম হল কে?

টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে ছিটকে গেল ভারত, প্রথম হল কে?

অপর দিকে ভারতীয়দের মধ্যে টেস্টে অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। বোলার হিসেবে প্রথম স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।
ভোট প্রচারে গিয়ে দেবের চপারে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের নায়ক প্রার্থী

ভোট প্রচারে গিয়ে দেবের চপারে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের নায়ক প্রার্থী

তার ভাষণে মাঝে মাঝে দলের অন্দরে বিতর্ক তৈরি হলেও সেগুলো খুব একটা মাথা ছাড়া দিয়ে উঠছে না। কারণ দেব যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই জমায়েত হচ্ছেন বহু সংখ্যক মানুষ। আর এতেই প্রচারে যথেষ্ট লাভ হচ্ছে তৃণমূলের।

Lifestyle and More...