চাই WBHS স্বাস্থ্যসাথী চাইনা, একজোট রাজ্যের সব শিক্ষক সংগঠন।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ চাই WBHS স্বাস্থ্যসাথী চাইনা, একজোট রাজ্যের সব শিক্ষক সংগঠন। স্বাস্থ্যবিমা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি আশার আলো দেখেছিল গত ৩ বছর আগে কোলকাতায় নজরুল মঞ্চে আয়োজিত এক শিক্ষক দিবসের অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য ঘোষণা করেছিলেন “স্বাস্থ্যসাথী” প্রকল্প। কিন্তু ৩ বছর পার না হতেই এই প্রকল্পে মোহভঙ্গ হচ্ছে শিক্ষকমহলের। এই প্রকল্পে নথিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশেরই জেলায় জেলায় নাম প্রত্যাহারের হিড়িক পাশাপাশি এই বিষয়ে অতি সম্প্রতি শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন ফেসবুক গ্রুপের ভার্চুয়াল সমীক্ষায় উঠে এল সেই চিত্র। আজকের করোনা বুলেটিনঃ ২৪ ঘন্টায় ৫৭ জনের মৃত্যু। রেকর্ড টেস্টের দিন রেকর্ড ভাঙা সংক্রমণ রাজ্যে।

ঐ সমীক্ষায় দেখা যাচ্ছে প্রায় ৯৮% অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাগরিষ্ঠ অংশ “ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের” পক্ষে আর মাত্র ২% শিক্ষক শিক্ষিকা “স্বাস্থ্যসাথীর” পক্ষে নিজেদের মতামত প্রদান করেছেন। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলাতেও ১১১ জন শিক্ষক শিক্ষিকা করোনা আবহের মধ্যেও এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন। তাই প্রশ্নটা স্বাভাবিক ভাবেই ওঠে যে কেন এই সরকারি স্বাস্থ্য পরিষেবা শিক্ষকমহলে জায়গা করে নিতে পারেনি? আরও পড়ুনঃ শ্রমিক সংগঠনের পদ থেকে অপসারণ দিব্যেন্দু-র। নভেম্বরেই বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু?

শিক্ষক শিক্ষিকাদের মতে তার একটা বড় কারণ বৈষম্য। যে “স্বাস্থ্যসাথী” প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের বিনা প্রিমিয়ামে পরিষেবা দেয়, তার সুবিধা নিতে শিক্ষক শিক্ষিকাদের চিকিৎসা ভাতার টাকা কেটে নেওয়া হয়। আবার ঐ একই ভাতার বিনিময়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্থায়ীপদে কর্মরত শিক্ষক শিক্ষিকারা ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের সুবিধা ভোগ করলেও স্কুল শিক্ষকেরা কিন্তু তা থেকে বঞ্চিত। তাই প্রাথমিক থেকে হাইস্কুল সর্বত্রই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই বৈষম্য নিয়ে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে নথিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের কেউ কেউ ভালো পরিষেবা পেলেও অধিকাংশেরই এই সুবিধা পেতে গিয়ে হসপিটালের মনোভাব ও ব্যবহারের কারণে হয়রানি হতে হয়েছে তাই তারা বীতশ্রদ্ধ। তাদের মতে ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের সুবিধা অনেক বেশি যা তারা স্বাস্থ্যসাথীতে থাকার কারণে বঞ্চিত। রাজ্য ও রাজ্যের বাইরে গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবার সুযোগ পাওয়া থেকে শুরু করে ও পি ডি চিকিৎসা, রিইমবার্সমেন্ট সুবিধা ও সম্প্রতি করোনা চিকিৎসার মতো সুবিধা সর্বক্ষেত্রেই “ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম” উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা।

তাই তাদের দাবি চিকিৎসা ভাতার বিনিময়ে যদি কোন স্বাস্থ্যবিমার পরিষেবা ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের সরকারি তরফে দেওয়া হয় তবে তা রাজ্য সরকারি কর্মচারী ও স্হায়ীপদে কর্মরত কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় “ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমই” দেওয়া হোক। বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে এ বিষয়ে দাবি করা হলেও বর্তমান সময়ে আবারও শিক্ষকমহলে এই নিয়ে জোরদার দাবি উঠছে। একধিক শিক্ষক সংগঠন মত প্রকাশ করেছেন এই বিষয়ে।

চাই WBHS স্বাস্থ্যসাথী চাইনা, একজোট রাজ্যের সব শিক্ষক সংগঠন। ইউনাইটেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাশোসিয়েশনের রাজ্য সম্পাদক সুশোভন মুখার্জী জানিয়েছেন, সংগঠনের সাথে যুক্ত প্রায় সকল শিক্ষক – শিক্ষিকাই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের পক্ষে সওয়াল করেছেন। তাদের বক্তব্যই আমাদের বক্তব্য। তাই আমরাও সমস্ত স্কুল শিক্ষক-শিক্ষিকাদের স্বাস্থ্যসাথী প্রকল্পের বদলে WBHS এ অন্তর্ভুক্তির দাবি জানাই।

বৃহত্তর গ্র্যাজুয়েট শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানিয়েছেন, অবশ্যই WBHS এর অন্তর্ভুক্ত করা উচিৎ। যদি সরকারি স্কুল, কলেজ এবং সরকার পোষিত কলেজের শিক্ষক গন WBHS এর সুবিধা পান তবে সরকার পোষিত স্কুলের শিক্ষক গন কোন যুক্তিতে পাবেন না। অবিলম্বে এই বৈষম্য দূর হওয়া প্রয়োজন।

শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ-র রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ ঘোষণা একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। অধিকাংশ শিক্ষক শিক্ষাকর্মী তাই এই প্রকল্প প্রত্যাখ্যান করেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের মত ‘স্বাস্থ্য বীমা’ প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষা কর্মীকে আওতাভুক্ত করতে হবে।

ওয়েষ্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, শিক্ষকদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের আমরা তথা আমাদের সংগঠন প্রথম দিন থেকে প্রতিবাদ করে আসছি এবং এই প্রকল্প আমরা প্রথম দিন থেকেই বর্জন করে আসছি,আমাদের সংগঠনের কোন সদস্য এই প্রকল্প গ্রহণ করেনি। স্বাস্থ্যসাথী প্রকল্প বাতিল করে ওয়েষ্ট বেঙ্গল হেল্থ স্কিমের দাবিতে আমরা শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে ডেপুটেশনও দিয়েছিলাম। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন শিক্ষককুলকে অপমানিত করা হচ্ছে, অপর দিকে রাজ্য সরকারি কর্মচারিদের সঙ্গে আমাদের বৈষম্য সৃষ্টি করছে। স্বাস্থ্যসসাথী প্রকল্পে খুব অল্প সংখ্যক হসপিটালে সুবিধা পাওয়া যায় কিন্তু হেল্থ স্কিমে যেকোন বড় বেসরকারি হসপিটালে ক্যাসলেস সহভারতের যে কোন নামি স্পেশালিষ্ট হসপিটালে চিকিৎসার সমস্ত খরচের সুবিধা পাওয়া যায় কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পে তা কল্পনার বাইরে। এক্ষেত্রে মহিলা সমিতি,ডাইভার সহ সমাজের পিছিয়ে পড়া মানুষজনদের সঙ্গে সম্মানীয় শিক্ষকদের এক সারিতে রেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের আমরা সর্বদা তীব্র বিরোধীতা করে শিক্ষকদের সঙ্গে সরকারি কর্মচারিদের বৈষম্য নাকরে হেল্থ স্কিম প্রয়োগের দাবিতে আমাদের লড়াই জারি থাকবে।

উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সন্দীপ ঘোষ জানিয়েছেন, West Bengal Health Scheam এর আওতায় যে সমস্ত সুবিধা পাওয়া যায় তার বেশিরভাগই স্বাস্থ্যসাথী cover করে না। দেখা গেছে তালিকায় থাকা অনেক বেসরকারি হাসপাতালেই স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যায় না আপদকালীন সময়ে। বর্তমান অতিমারী পরিস্থিতিতে west bengal health Scheam এ কোরোনা চিকিৎসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে এর কোনো উল্লেখ নেই… স্বাভাবিক ভাবেই শিক্ষক শিক্ষিকারা WBHS prefer করছেন। আমাদের সংগঠন ও এই দাবীর সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে। শিক্ষক স্বার্থে শিক্ষা স্বার্থে UUPTWA সর্বদা সচেষ্ট থাকবে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

বৈশাখের শেষলগ্নে কয়েকদিন বৃষ্টিতে যেন প্রাণ জুড়িয়েছিল সকলেরই। জৈষ্ঠ্য আসতেই আবার ফুল ফর্মে সূর্য্যিমামা। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি। এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

Lifestyle and More...