Durga Pujo 2022: দুর্গা পুজোকে ‘অকালবোধন’ বলা হয় , কেন তা জানেন?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: শারদীয়া দুর্গাপূজাকে ‘অকালবোধন’ বলা হয়। কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পুজা করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাঁদের পুজা যথাযথ সময় নয়। অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় ‘অকালবোধন’।

আরও পড়ুন: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের বাকি মাত্র ৩৮ দিন, জানুন এবারের পুজো নির্ঘণ্ট

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শ্রী রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবী দুর্গার পুজা করে অকালে তথা অসময়ে দেবীকে জাগ্রত করেছিলেন বলে এই পুজোকে অকালবোধন নামে পরিচিত। পৌরাণিক বর্ণনা অনুযায়ী সূর্যবংশীয় রাজা সুরথ বসন্তকালে চৈত্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে দুর্গাপুজোর প্রচলন করেন। বসন্তকালে দুর্গাপুজোর প্রচলন হয় বলে এই পুজোকে বসন্তী পুজো নামে পরিচিত। বসন্তকালে মর্তে দেবী দুর্গার প্রথম পুজো হয়েছিল বলে দেবী বাসন্তিকা নামেও পরিচিত।

দুর্গা পুজোকে 'অকালবোধন' বলা হয় , কেন তা জানেন?
দুর্গা পুজোকে ‘অকালবোধন’ বলা হয় , কেন তা জানেন?

অকালবোধন সম্পর্কে কৃত্তিবাসের রামায়নে উল্লেখ পাওয়া যায়— রাবণের বন্দিদশা থেকে সীতাকে উদ্ধার করতে রাম বানরসেনার সাহায্যে লঙ্কা আক্রমণ করেন। কিন্তু যুদ্ধের সময় রামকে প্রসন্ন করার জন্য রাবণ তাঁর প্রশংসা করে স্তোত্রপাঠ শুরু করেন। এর পরই দোটানায় পড়েন রাম। রাবণের এই বন্দনার ফলে রাম তাঁকে বধ করা থেকে বিরত হন। ফলে, দেব-দেবীও চিন্তিত হয়ে পড়েন। সে সময় রাবণের জিহ্বায় অধিষ্ঠিত হয়ে সরস্বতী রামের উদ্দেশ্য কটূক্তি করান। এর পরই রাম রাবণের বিরুদ্ধে অস্ত্র তোলেন ও রাবণকে দুভাগে ভাগ করে দেন। কিন্তু ব্রহ্মার আশীর্বাদে রাবণ পুনরায় জীবিত হয়ে ওঠেন এবং যুদ্ধে সাহায্য চেয়ে অম্বিকার বন্দনা করেন। এর পরই অম্বিকা রাবণের রথে অধিষ্ঠিত হন।

দুর্গা পুজোকে 'অকালবোধন' বলা হয় , কেন তা জানেন?
দুর্গা পুজোকে ‘অকালবোধন’ বলা হয় , কেন তা জানেন?

অচিরেই রাম বুঝতে পারেন, দেবীর উপস্থিতিতে রাবণকে পরাজিত করা অসম্ভব। এই ঘটনা প্রত্যক্ষ করার পর স্বর্গে চিন্তিত দেব-দেবীরা বিষ্ণুর দ্বারস্থ হন। তখন বিষ্ণুই চণ্ডী বা দুর্গা বন্দনার পরামর্শ দেন। তখন রাম চন্ডীর আরাধনা শুরু করেন। কিন্তু এতেও সন্তুষ্ট হন না দুর্গা। সে সময় বিভিষণ ১০৮টি নীলকমল সহযোগে দেবীবন্দনার পরামর্শ দেন রামকে। হনুমানের আনা ১০৮টি নীলকমল নিয়ে পুনরায় পুজো শুরু করেন রাম। কিন্তু পুজোর সময় ১০৭টি নীলকমল পেয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। পুজো সম্পন্ন করতে ও দুর্গার আশীর্বাদ লাভের উদ্দেশে তীর-ধনুক দিয়ে নিজের এক চোখ উপড়ে দুর্গার চরণে অর্পণ করতে প্রস্তুত হন রাম।

দুর্গা পুজোকে ‘অকালবোধন’ বলা হয়, কেন তা জানেন?

দুর্গা পুজোকে 'অকালবোধন' বলা হয় , কেন তা জানেন?

তবে, শরৎকালে দুর্গাপুজোটা কৃত্তিবাসের মনগড়া নয়, শুধু রামের অকালবোধন ব্যাপারটা মনগড়া ছিল। কারণ, শরৎকালে দুর্গাপুজো কংসনারায়ণ প্রথম না করলেও তিনি যে দুর্গাপুজো করেছিলেন সেটা শরৎকালেই ছিল। কৃত্তিবাস শরতের ধারণাটা মনে হয় সেখান থেকেই পেয়েছিলেন।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

সন্ধ্যের পরেই ঝেঁপে নামবে বৃষ্টি, ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিল হাওয়া অফিস

বৈশাখের শেষলগ্নে কয়েকদিন বৃষ্টিতে যেন প্রাণ জুড়িয়েছিল সকলেরই। জৈষ্ঠ্য আসতেই আবার ফুল ফর্মে সূর্য্যিমামা। তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি। এই ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

Lifestyle and More...