করোনা আক্রান্ত সিপিআইএম নেত্রী রেখা গোস্বামী। সুস্থ হলেন অনাদি সাহু।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ করোনা আক্রান্ত সিপিআইএম নেত্রী রেখা গোস্বামী। ফের করোনার থাবা আলিমুদ্দিনে। সিপিআইএমের রাজ্য দফতরে ফের করোনা হানা। উপসর্গহীন তাই আপাতত বাড়িতেই রয়েছেন রেখা গোস্বামী। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা করোনা আবহের মধ্যেই একাধিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। অনেক কমিউনিটি কিচেন থেকে শুরু করে ত্রান বিলিতে অংশ নিয়েছেন। অন্যদিকে একই দিনে সিপিআইএমের অন্য গুরুত্বপূর্ণ সদস্য অনাদি সাহু মুক্ত হয়েছেন করোনার কবল থেকে।

আরও পড়ুনঃ তাণ্ডবের মাঝেও ভাল খবর; করোনা সংক্রমণ কমল কলকাতা সহ ৬ টি জেলায়।

করোনা আক্রান্ত সিপিআইএম নেত্রী রেখা গোস্বামী। রেখার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন জন সিপিআইএম রাজ্যস্তরের নেতা। এই নেতারা হলেন ফুয়াদ হালিম, শ্যামল চক্রবর্তী এবং অনাদি সাহু। সিটু নেতা অনাদি সাহু কে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। তিনি আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে কিছুদিন আগেই ডাক্তার ফুয়াদ হালিমও করোনা মুক্ত হয়েছেন। করোনা কালে কোন কিছুর পরোয়া না করে রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।

প্রয়াত স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্র ফুয়াদ হালিম করোনার সংকটের মধ্যে তাঁর তৈরি ‘কলকাতা স্বাস্থ্য সংকল্প’-এ দুঃস্থ মানুষদের জন্য মাত্র ৫০ টাকায় ডায়ালিসিসের ব্যবস্থা করেছিলেন। বেশিরভাগ ডায়ালিসিস কেন্দ্র যখন বন্ধ ছিল, তখন মাত্র ৫০ টাকায় গত ২৬ শে মার্চ থেকে ৩০ শে জুন পর্যন্ত তাঁর হাসপাতালে ২,৩৫৭ জনের ডায়ালিসিস করা হয়েছিল। শুধু বর্ষীয়ান নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যু হয়েছে করোনায় সংক্রামিত হয়ে।

উল্লেখ্য এদিন প্রতি ২২ মিনিটে একটি মৃত্যুর গড় নিয়ে রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৯৯৭! আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯৯৭ জন। আজকের ২ হাজার ৯৯৭ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার ৩২৩। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৪৪৭ জন। যা গতকালে থেকে ৪৪৪ জন বেড়েছে।

এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫৯ জনের। মৃত ২ হাজার ২৫৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৬ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৯৭ জন। আজকের ২ হাজার ৪৯৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ হাজার ৬১৭ জন।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, ঝাড়গ্রামকে আশ্বাস দিলেন মমতা

জঙ্গলমহলবাসীর উদ্দেশে মমতার বক্তব্য, ”বাংলা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ধীরে ধীরে সাঁওতালি ভাষাটা শিখে নেব। অলচিকিটা একটু শক্ত আছে। তবে আমি শিখে নেব।” 
রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।
দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

তমলুকের রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত চলল রোড-শো। দু'পাশে ছিল জনতার ঢল। এই তমলুক, বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত। ফলে, এই কেন্দ্রে জেতা কিছুটা হলেও চ্যালেঞ্জ তৃণমূলের। 
১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এখন একজন ব্যক্তিকে যদি কোনও কিছু নিয়ে উত্তর দিতে হয়, তিনি মিডিয়া ছাড়াই তার মতামত স্পষ্টভাবে জানাতে পারবেন’।
মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

দিন কয়েক আগে নির্বাচনের প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Lifestyle and More...