এক অদ্ভুত কারণে বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক “ফিরকি”।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ এক অদ্ভুত কারণে, বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক “ফিরকি”। তৃতীয় লিঙ্গের মানুষের সংঘর্ষের কাহিনি “ফিরকি”। টেলিভিশনের অন্যান্য ধারাবাহিক গুলির থেকে একটু আলাদা ধরেন কাহিনী নিয়ে চলতি বছরের ২ ফেব্রুয়ারি প্রথম সম্প্রচারিত হয় ফিরকি। এই সিরিয়ালটিতে তুলে ধরা হয়েছে এক তৃতীয় লিঙ্গের মানুষের মা হয়ে ওঠার কাহিনী।

আরও পড়ুনঃ ডাক্তারি পড়ার সুযোগ বাড়ছে রাজ্যে, তৈরি হচ্ছে নতুন মেডিক্যাল কলেজ

কিন্তু এক বছরের মাথায় শেষ বন্ধ করতে হচ্ছে এই ধারাবাহিকটি। জনপ্রিয়তা এমন কিছু খারাপ ছিল না। এক সংবাদমাধ্যমে এনিয়ে হতাশা ব্যক্ত করেছেন লক্ষ্মীর চরিত্রে অভিনয় করা আর্যা বন্দ্যোপাধ্যায় , রানির চরিত্রে অভিনয় করা সুজি ভৌমিক এবং ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসু। তিন জনই জানিয়েছেন, চ্যানেলের পক্ষ থেকে বিষয়বস্তু নিয়ে অনাগ্রহ দেখানো হয়েছে। জানানো হয়েছে, সমাজে নাকি এখনও ব্রাত্য তৃতীয় লিঙ্গের মানুষরা। তাই ধারাবাহিকের গল্পের সঙ্গে দর্শকরা কানেক্ট করতে পারছেন না।

এক বছরের মধ্যেই দর্শকদের মধ্যে ভালো জনপ্রিয়তা পেয়েছে ছোটপর্দার এই ধারাবাহিক। এই নিয়ে হতাশা প্রকাশ করেছে, লক্ষ্মীর চরিত্রে অভিনয় করা আর্যা বন্দ্যোপাধ্যায়, রানির চরিত্রে অভিনয় করা সুজি ভৌমিক এবং ধারাবাহিকের প্রযোজক স্নিগ্ধা বসু।

এক অদ্ভুত কারণে, বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক “ফিরকি”। আর্যা, সুজি ও স্নিগ্ধা জানিয়েছেন, ধারাবাহিকটি বন্ধ হওয়ার কারণ হিসেবে অনাগ্রহ দেখানো হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। এখন তৃতীয় লিঙ্গের বিষয়টিকে সমাজে ব্রাত্য দেখানো হয়েছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।
২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।
নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

Lifestyle and More...