Mamata Banerjee: মোখা একটা লো প্রেশার, আতঙ্কের কিছু নেই! বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: “মোখা, সামান্য একটা লো প্রেশার! ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই।” সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসিকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠকের শুরুতেই ঘূর্ণিঝড় মোখা নিয়ে রাজ্যবাসীকে একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Abhishek Banerjee: চিৎকার নয়, হাত তুলতে বলেছি! দলীয় কর্মীদের ধমক অভিষেকের

এদিন সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যবাসিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মোকা নামে একটা ঘূর্ণিঝড় আসছে। এই ঘূর্ণিঝড়টাকে মোকাকে আবার কেউ কেউ এটাকে মোচাও বলেছে। কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা সামান্য একটা লো প্রেশার। তাই আপনারা আতঙ্কিত হবেন না। রাজ্য সরকার নজর রাখছে। এর আগেও তো অনেক সাইক্লোন সামলেছি। এটাও সামলে নেব। এখন একটা নিম্নচাপ তৈরি হয়েছে।”

মোখা একটা লো প্রেশার, রাজ্যবাসীকে একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী
মোখা একটা লো প্রেশার, রাজ্যবাসীকে একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও জানান, “এখনও অবধি যা পূর্বাভাস, তাতে যা জানা যাচ্ছে, দক্ষিণে আন্দামান সমুদ্রে আজ সকাল ৮টা ৩০-এ একটা নিম্নচাপ তৈরি হয়েছে। আন্দামানে হলে যেহেতু আন্দামান বাংলার পাশেই, তাই ৯-১০ তারিখ একটু ঝড়বৃষ্টি হতে পারে। এরপরে ১০ মে কিছুটা সাইক্লোনিক স্টর্ম আসবে। যদি সেরকম কোনও পরিস্থিতি হয়, তাহলে আগে থেকে বিশেষ করে সুন্দরবন, দিঘা, নদীমাতৃক, উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে, সেখান থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করব তেমন। আমরা নজরে রেখেছি। তবে চিন্তার কারণ নেই, এটা বাংলাদেশ হয়ে মায়ানমারে চলে যাবে।”

মোখা একটা লো প্রেশার, রাজ্যবাসীকে একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী

এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সকলেই এই ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখছি। আমরা কন্ট্রোল রুম খুলেছি। সাইক্লোন নিয়ে মুখ্যসচিব বৈঠকও করেছেন। তাছাড়াও ১৪ জুন পর্যন্ত মাছ ধরা বন্ধ সাগরে। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণের জিনিস রয়েছে। ২৫ লক্ষ ত্রিপল, পোশাক জেলাশাসককে দেওয়া হয়েছে। সমস্ত রকমের ব্যবস্থা করে রেখেছে রাজ্য সরকার।”

মোখা একটা লো প্রেশার, রাজ্যবাসীকে একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী

মোখা একটা লো প্রেশার, রাজ্যবাসীকে একাধিক তথ্য জানান মুখ্যমন্ত্রী

 

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।
২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।
নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

Lifestyle and More...