SSC Scam: শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগে নজিরবিহীন দুর্নীতির সাথে জড়িয়ে থাকতে পারেন। পাওয়া যেতে পারে বেয়াইনি সম্পত্তির হদিশ সহ একাধিক তথ্য। স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার  বাড়িতে এবার পৌঁছে গেল সিবিআই এর বিশেষ তদন্তকারী দল। এদিন সকাল ১১টা নাগাদ শান্তিপ্রসাদের সার্ভে পার্কের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের পাঁচ সদস্যের দল। তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।

আরও পড়ুনঃ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ, ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে জ্বলছে দেশ।

শান্তিপ্রসাদকে এর আগে নিজাম প্যালেসে ডেকে জেরা করেছে সিবিআই। কিন্তু সেই জেরায় মোটেই আশ্বস্ত হয়নি সিবিআই। বরং তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, সিবিআই আজন্তে পেরেছে শান্তিপ্রসাদ সিনহার অবৈধ সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির হিসেব পেতেই এই অভিযানে নেমেছে তাঁরা। শান্তিপ্রসাদের বাড়িতে তল্লাসীর পাশাপশি তাঁর আত্মীয় পরিজনদের সাথেও কথা বলছেন সিবিআই অফিসাররা।

SSC Scam: শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।
প্রতীকী ছবি

গ্রুপ সি মামলায় কিছুদিন আগে নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআরে নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্‍ আচার্য-সহ ৫ জনের। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি)(অপরাধমূলক ষড়যন্ত্র), ৪১৭(প্রতারণা), ৪৬৫(জালিয়াতি) এবং ৩৪ নম্বর ধারায় মামলা। জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সেই তদন্তেই শান্তিপ্রসাদের বাড়িতে হানা দেওয়া হয়েছে বলে খবর।

শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।
শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।

শান্তিপ্রসাদ ছাড়াও অলককুমার সরকার, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা ও সুকান্ত আচার্য রয়েছে সিবিআই ট্র্যাকারে। তাঁদের সম্পত্তিও খতিয়ে দেখছে সিবিআই। এই ঘটনা নিশ্চিতভাবেই রক্তচাপ বাড়াবে পার্থ চট্টোপাধ্যায়ের।  আসলে সিবিআইএর করা এফআইআরে সরাসরি নাম না থাকলেও যে উপদেষ্টা কমিটির সদস্যদের বিরুদ্ধে যামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয়েছে সেই কমিটির অনুমোদন দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।

SSC Scam: শান্তিপ্রসাদের দুয়ারে সিবিআই, অশান্তি বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের।

আর সেকথা উল্লেখ করা হয়েছে এফআইআরে। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যের নাম সরাসরি না রাখা হলেও ঘুরিয়ে বড় ইঙ্গিত দেওয়া হয়েছে। যে কারনে শান্তিপ্রসাদের বাড়িতে তল্লাসি চালানোয় অশান্তি বাড়ার সম্বাবনা রয়েছে পার্থ বাবুর তা বলাই বাহুল্য। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার জেরা করেছে সিবিআই।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দাদার ভোট প্রচারে ভাই, বহরমপুরে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ইরফান!

দাদার ভোট প্রচারে ভাই, বহরমপুরে ইউসুফের হয়ে প্রচারে আসছেন ইরফান!

সূত্রের খবর রেজিনগর, বেলডাঙায় রোড শো করতে পারেন তাঁরা। কিন্তু পুরো বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভোট নিয়ে তৃণমূলের দাবি, তৃণমূলের দাবি, প্রচারে ইউসুফ যেভাবে সাড়া পাচ্ছেন, তাতে তাঁর জয় সময়ের অপেক্ষা।
বিজেপি নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির বাঘ?

BJP নেতার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান! কী বললেন সন্দেশখালির ধৃত TMC নেতা?

সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও-কে (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি) কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। তাঁর কথায়, সন্দেশখালিতে ধর্ষণের কোনও ঘটনাই...
দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে আত্মহারা পর্যটকেরা

দিঘায় জলোচ্ছ্বাস, আনন্দে আত্মহারা পর্যটকেরা

চলতি সপ্তাহে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এ দিন জোয়ারের সময় ফুলে ওঠে সমুদ্রের জল। বাতাসের কারণে উত্তাল হয় সমুদ্র। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বড় শাহাজাহান রয়েছে, ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী

ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও বড় শাহাজাহান রয়েছে, ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক পাপিয়া অধিকারী

সায়নী প্রসঙ্গে পাপিয়া বলেন, 'সায়নী ঘোষকে যদি যাদবপুরের মানুষ যদি ভুল করেও ভোট দেয় তা হলে পাপিয়া অধিকারীর সন্দেহ থাকবে'। পাশাপাশি সায়নীকে মুর্খ বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।

পদ্ধতিগত জালিয়াতি! নিয়োগ মামলায় SSC-কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অন্যদিকে, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব, জানাল এসএসসি। রাজ্য জানাল,‘‘সিবিআইয়ের তথ্যের উপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যে সব ওএমআর ডাটা মিলছে না সেগুলিও আলাদা করতে পারব।’’

Lifestyle and More...