নেপথ্যে স্বাস্থ্য সাথী কার্ড! বিজেপি কর্মী বলছেন “আগামী দিনে দিদিকেই চাই”

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: নেপথ্যে স্বাস্থ্য সাথী কার্ড! ভোটের আগে তৃণমূল সরকার রাজ্য জুড়ে প্রচার করছে এবার বাংলা “ঘরের মেয়েকেই চায়”। তা নিয়ে কটাক্ষ কম করেনি বিরোধী পক্ষ। কিন্তু এবার বিজেপির কর্মীই বলছেন ২১এর বাংলায় প্রত্যাবর্তন চান। এবার বাংলায় তিনিও “দিদিকেই” চান। আর এর নেপথ্য উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুয়ারে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা। নির্বাচনের বেশ কয়েকমাস আগেই ঘরের মেয়ে মমতা শুরু করেছিলেন এক গুচ্ছ প্রকল্প।

আরও পড়ুনঃ তারকা থেকে হেভিওয়েট, আজ তৃণমূলের প্রার্থী তালিকায় থাকছে একাধিক চমক।

যার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে “স্বাস্থ্য সাথী”। তাতে পরিবার পিছু সাধারণ মানুষ নিজদের চিকিৎসা করাতে পাবেন সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। এই প্রকল্পের সূচনার পর কটাক্ষ থেকে বিতর্কের ঝড় উঠেছিল রাজ্যে। সাধারণ মানুষও অভিযোগ করেছিলেন অনেক বেসরকারি হাসপাতাল গ্রহণ করছে না ওই কার্ড। তাতেও তৎপর হয়েছে রাজ্য সরকার। তড়িঘড়ি বৈঠক করেছিলেন নার্সিংহোম গুলির সঙ্গে। এই মুহূর্তে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার জন্য নতুন করে কার্ড বানানো বন্ধ থাকলেও, হারিয়ে গেলে নষ্ট হয়ে গেলে কী হবে তারও নিদান দিয়েছে সরকার।

মাত্র ২৫ টাকায় পাওয়া যাবে ডুপ্লিকেট কার্ড। বিরোধীরা যতই বলুক ভোটব্যাংক বাড়ানোর জন্য এসব করছেন মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ কিন্তু বলছেন “দিদি” ভাবছেন তাঁদের কথা। এর আগেও খবরে এসেছিল বিজেপি নেতা দিলীপ ঘোষের পরিবারও নাকি করিয়েছে স্বাস্থ্য সাথী কার্ড। রাজ্যের একাধিক জায়গার অন্য দলের কর্মীরা সুবিধা পেয়েছেন, সুস্থ হয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবার ফের সেই ঘটনাই ঘটলো। স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কোন্নগরের বিজেপি কর্মী। আর সুস্থ হয়ে তাঁর প্রধান বক্তব্য “আগামী দিনেই দিদিকেই চাই।” কোন্নগরের বাসিন্দা সন্দীপ সিং রাজনৈতিক ভাবে বিজেপি সমর্থক, পেশায় মোবাইলের ব্যবসা।

নেপথ্যে স্বাস্থ্য সাথী কার্ড! দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকার সময়ে পাশে দাঁড়ায়নি কেউ। তখনই সমস্যার সুরাহা হয়েছে ওই কার্ড দিয়ে। স্বাস্থ্য সাথী কার্ডের দৌলতে বেলুড়ের শ্রমজীবী হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা এবং অপারেশন করান তিনি। আর বাড়ি ফিরেই তিনি আস্থা রাখছেন সেই মমতাতেই। কোন্নগরের এই ঘটনায় পূরপ্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলছেন তৃণমূল বিজেপি ভেবে প্রকল্প হয়নি, রাজ্যের সব মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই এই প্রকল্প।

যতবার বিরোধী দল গুলি কটাক্ষ করেছিল ভোটের আগে প্রকল্প চালু করে নিজের দিকে ভোট টানতে চাইছেন মুখ্যমন্ত্রী, শাসক দল বারবার বলেছিল এই পরিষেবা কোনো দলের জন্য নয়, রাজ্যের সকল মানুষের স্বার্থেই। আর রাজ্যের বিভিন্ন জেলার একাধিক ঘটনা এবং বিরোধী দলের কর্মীদের চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠা কার্যত সিলমোহর দিচ্ছে শাসক দলের ওই বিবৃতির।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।
১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে তৃণমূলের বড় চমক বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান। আজ, সোমবার চলছে সেই কেন্দ্রে ভোটগ্রহণ। আর ভোটের দিনেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ।
চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

এত বছর ধরে সিএসকে আর ধোনি যেন সমার্থক হয়ে উঠেছেন। যদিও সিএসকে ফাইনালে উঠলে ফিরে আসতে হবে চিপকে। তার আগে লিগের শেষ ম্যাচের পর বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় চেন্নাইয়ের ক্রিকেটারদের।
তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার

তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার

একদিকে যখন চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ঠিক সেই সময়ই বনগাঁয় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করলেন তিনি।
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন রমাপদ মান্না। চাকরি হয় না। টাকাও ফেরত দেন না তিনি। এরপর ঘাটাল থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়না।

Lifestyle and More...