ময়নার ঘূর্ণিঝড়-বিধ্বস্ত গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখে সাহায্যের আশ্বাস দিলেন অশোক ডিন্ডা!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: গতবছর আমপানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। তবে এবছর আমপানের মতো রূপ ইয়াস না দেখালেও প্রায় এক কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং ঘরবাড়ির।

আরও পড়ুনঃ ভাঙা রাস্তা ফের ভাঙলে আগামী ৩ বছয় দায়িত্ব ঠিকাদারের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ অশোক ডিন্ডা ঝড় কমতেই তাই আর দেরি করেননি। গ্রামে গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখতে বেরিয়ে পড়েছেন। দিয়েছেন সাহায্যের আশ্বাস। প্রসঙ্গত,অশোক ডিন্ডা এ বারের বিধানসভা ভোটে ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে জিতেছেন।

বৃহস্পতিবার সকালেই স্থানীয় কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখতে বেড়িয়ে পড়েন তিনি। কথা বলেন ভিটেমাটি ছেড়ে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে উঠে যাওয়া মানুষদের সঙ্গেও। এর পরে তিনি পরে টুইটারে লেখেন, ‘ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ময়নার এলাকাগুলি দেখতে বেরিয়েছিলাম।

ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাঁরা সব হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। কোনও বাধাই ওঁদের সাহায্য করার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না’।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

ছিলেন বিচারপতি, আজ নিজেই মামলাকারী! হাই কোর্টের দ্বারস্থ অভিজিৎ, কেন?

গত ৫ মে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 
ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা!
দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

দ্রাবিড় আর কোচ থাকবেন না, নতুন কোচ কে? নাম নিয়ে জল্পনা

তবে পরিস্থিতি যা তাতে বিসিসিআই বিদেশি কোচের দিকেও ঝুঁকতে পারে। আর সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন জয় শাহ। ডানকান ফ্লেচারের পরে আর কোনও বিদেশি কোচ থাকেনি ভারতীয় দলে। তবে এ ব্যাপারে পুরো দায়িত্ব সিএসির হাতে। যে কমিটিতে যতীন পারাঞ্জাপে, অশোক মালহোত্র, সুলক্ষণা নায়েক।
ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

ভোটদানের হারে এগিয়ে বহরমপুর, সকাল ১১টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে কত ভোট পড়ল?

এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

২০২৬- এ মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, ভোটের দিন ফের জানালেন অধীর

অধীর বাবু যায় বলুক না কেন ইন্ডিয়া জোট নিয়ে তাঁকে দায়ি করেছেন অভিষেক। তিনি বহরমপুরে প্রচার করতে গিয়ে অভিযোগ করেছেন, অধীরের জন্যই বাংলায় ইন্ডিয়া জোট সফল হয়নি৷ ভোটের দিনও অধীর বনাম তৃণমূল কথার লড়াই থামল না৷

Lifestyle and More...