১২ কোটি টাকা ‘তছরুপ’! গ্রেফতার অর্জুন সিংহের ভাইপো সঞ্জিত সিংহ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ১২ কোটি টাকা ‘তছরুপ’! গ্রেফতার অর্জুন সিংহের ভাইপো সঞ্জিত সিংহ। ধৃত সঞ্জিত সিংহ ওরফে পাপ্পুর বিরুদ্ধে সমবায় ব্যাঙ্ক থেকে ১২ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার তাঁকে ডেকে পাঠানো হয় ব্যারাকপুর কমিশনারেটের ডিডি অফিসে। অবশেষে গতকাল হাজিরা দেন বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জিত সিংহ। বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ বাংলার আইনশৃঙ্খলা নেই! সময় বেঁধে দিয়ে মুখ্যসচিবের জবাব তলব ধনকড়ের।

পাশাপাশি ভাটপাড়া পুরসভার করা একটি মামলার ভিত্তিতে গতকাল ব্যারাকপুর কমিশনারেটের অফিসে হাজিরা দেন অর্জুন-পুত্র পবন সিংহ, বিজেপি সাংসদের আর এক ভাইপো সৌরভ-সহ আর এক আত্মীয়। উল্লেখ্য ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পুরসভার নামে বেআইনি অ্যাকাউন্ট খুলে প্রায় ১০ কোটি টাকা তছরূপ করেছেন অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ! এই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন ভাটপাড়া পুরসভার বর্তমান প্রশাসক অরুণকুমার বন্দ্যোপাধ্যায়। আর প্রশাসকের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে ভাটপাড়া থানা।

২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া পুরোসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ব্যারাকপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় চেয়ারম্যান’স রিলিফ ফান্ড নামে একটি  একাউন্ট খোলেন অর্জুন। বর্তমান প্রশাসকের অভিযোগ, সেই অ্যাকাউন্টে ব্যাক্তিগত লেনদেন করতেন অর্জুন এবং সৌরভ। অভিযোগ পত্রে সেই অ্যাকাউন্টের স্টেট্মেন্ট তুলে ধরা হয়েছে। যার ভিত্তিতে অর্জুন সিংহ এবং তাঁর ভাইপোর বিরুদ্ধে ৯ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ২৭ টাকা ৭২ পয়সা তছরুপের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান’স রিলিফ ফান্ড অ্যাকাউন্ট টির যে বিবরন অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে তাতে  ২০১৪-র এপ্রিল থেকে ২০১৯-এর অক্টোবর পর্যন্ত লেনদেনের হিসেব রয়েছে। বর্তমান প্রশাসক অরুন কুমার বন্দোপাধ্যায়ের দাবি, অর্জুন সিংহ এবং তাঁর ভাইপো ওই অ্যাকাউন্টটি ব্যাবহার করে ঘুষ নিতেন। তাঁর অভিযোগ বিভিন্ন ঠিকাদারের সাথে ব্যাক্তিগত সম্পর্কের খাতিরে অর্জুন তাঁদের পুরসভার কাজ(টেন্ডার) পাইয়ে দিতেন পরিবর্তে মোটা ঘুষ নিতেন যা জমা হত ওই অ্যাকাউন্টে।

১২ কোটি টাকা ‘তছরুপ’! গ্রেফতার অর্জুন সিংহের ভাইপো সঞ্জিত সিংহ। অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হন বিজেপি-র টিকিটে। তখন তাঁর ছেলেকে ভাটপাড়া বিধানসভা অর্থাৎ নিজের আসনে টিকিট করিয়ে দেন তিনি। পুত্র পবন ভাটপাড়ার বিধায়ক নির্বাচিত হওয়ার পরে চেয়ারম্যান বদল হয় ভাটপাড়া পুরসভার। ভাইপো সৌরভ সিংহকে চেয়ারম্যান পদে বসান অর্জুন। কিছুদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর গদি চলে যায় সৌরভের। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। নতুন চেয়ারম্যান অরুণকুমার বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য,  চেয়ারম্যান’স রিলিফ ফান্ড নামক অ্যাকাউন্টটি ব্যারাকপুর থেকে সরিয়ে একই ব্যাঙ্কের ভাটপাড়া শাখায় সরিয়ে নেন অর্জুন সিংহ। অভিযোগ পত্রে এই কথাও উল্লেখ করা হয়েছে। অরুণবাবু পুলিশ এবং অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ কে লিখিতভাবে জানিয়েছেন তিনি চেয়ারম্যান হওয়ার পরে এই একাউন্টটির ব্যাপারে জানতে পারেন।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

১২.ঋতম দাস। স্কুল-কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)। ১৩. শুভ্রকান্তি জানা। স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)। ১৪. ইশান বিশ্বাস। স্কুল- সারদা বিদ্যাপীঠ হাই স্কুল। প্রাপ্ত নম্বর-৬৮৪ (৯৭.৭১%)
হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের #EXCLUSIVE

হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের #EXCLUSIVE

আগামী ৭ তারিখ মুর্শিদাবাদে ভোট। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ আবু তাহের খান। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। বিজেপির তরফে গৌরী শঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয়েছে।
বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

কিন্তু চলতি আইপিএলে তাঁর ব্যাট চলেনি। কেকেআর ভালো ছন্দে থাকলেও রিঙ্কুর পারফরম্যান্স আহামরি নয়। আইপিএলের মধ্যেই ঘোষিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল। সেখানে ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি কেকেআর তারকা।
দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম! আর এই ঘটনায় কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি! তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গিয়ে মন্তব্য কুণালের

গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি! তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গিয়ে মন্তব্য কুণালের

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম!

Lifestyle and More...