World Cup 23: আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স নিউজিল্যান্ড। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা। বেবারে বিশ্বকাপের আসর বসেছে ভারতে। ঝড়ের গতিতে বিক্রি হয়েছে টিকিট। ভারতীয়দের কাছে এই মহা উৎসবের আনন্দ দ্বিগুণ মাত্রা পেয়েছে। এরইমধ্যে বিশ্বকাপের সূচনা উপলক্ষে বিশেষ ডুডল গুগলের।

আরও পড়ুন:  দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গুগলের এই ডুডলে দেখা যাচ্ছে দুটি সবুজ রংয়ের হাঁস। যারা ২২ গজের মধ্যে ব্যাট হাতে দৌড়াদৌড়ি করছে। এর মাধ্যমে গোটা বিশ্বকাপের তাৎপর্য ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলের ব্যাকড্রপে সমর্থকদের উল্লাস একেবারে চোখে পড়ার মতো, যা এই টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। ৫ অক্টোবর দিনটিকে ওডিআই বিশ্বকাপের শুভ সূচনা হিসেবে উদযাপন করছে গুগল। ফোন, ল্যাপটপ, কম্পিউটারে গুগল খুললেই এটি চোখে পড়বে। এই ডুডলে ক্লিক করলেই আপনি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সূচিতে পৌঁছে যাবেন।

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর ভারতের প্রথম খেলা। বিপক্ষ দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া। রবিবার দুপুর টো থেকে চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে। ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। বিরাট কোহলি, শুভমন গিল, হার্দিক পাণ্ডেয়া, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহের মত তাবড় তাবড় খেলোয়াড়কে ময়দানে দেখা যাবে। ১৯৮৩ সালের পর ২০১১ সালে ধোনি জমানায় শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর দুটি বিশ্বকাপ অতিক্রান্ত। ২০২৩ সালে ভারতের মাটিতে খেলেই বিশ্বজয় করতে মরিয়া টিম ইন্ডিয়া।

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। ২০২৩-এ এই টুর্নামেন্ট ১৩ বছরে পা রাখছে। এবারের আয়োজক ভারত। এবছর মোট ১০ টি দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড- প্রতিটি দলই একবার বিপক্ষের সঙ্গে খেলবে। এদের মধ্যে চারটি দল নক আউট পর্যায়ে খেলার সুযোগ পাবে। চূড়ান্ত দুটি দল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের
আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

আসছে ঝড়বৃষ্টি, উপকূলবর্তি এলাকায় টর্নেডোর সতর্কতা জারি

জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া আজ কলকাকা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি এবং হাওড়ার আবহাওয়া শুষ্ক থাকবে।
২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা।
ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।”
ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

সোমবারই পান্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাম এবং বিজেপি তৃণমূলকে তোপ দেগেছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।

Lifestyle and More...