আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন?
what must the 5 zodiac signs do to please shani dev

নজরবন্দি ব্যুরোঃ শনিবার মানেই ভগবান শনিঠাকুরের দিন। এদিকে অনেকটাই কেটে গিয়েছে শ্রাবণ মাস। ১২ অগস্ট শ্রাবণ মাস শেষ হবে এবং তার পরে ভাদ্র মাস শুরু হবে। এই পরিস্থিতিতে ৬ অগস্ট শ্রাবণের চতুর্থ এবং শেষ শনিবার। কাজেই এই শনিবার খুবই গুরুত্বপূর্ণ। শনিদেবের কৃপা পেতে শনিবারে তাঁর পুজো করা অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুনঃ ওজন কমাতে ডায়েট ডিম ব্রহ্মাস্ত্রের মত কাজ করে, তাই মন ভরে ডিম খান ‘এইভাবে’

তবে শ্রাবণ মাস হল মহাদেবেরও মাস। এই মাসে মহাদেবের পুজো করলে তাঁর কৃপা পাওয়া যেতে পারে। পাশাপাশি শনিদেবের কৃপা থেকেও বঞ্চিত হবেন না অনেকে। দেখে নেওয়া যাক, কী করবেন শ্রাবণের চতুর্থ শনিবারে। বিশেষ করে পাঁচ রাশির জাতকদের যা করতেই হবে।

আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন
আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন

জ্যোতিষীদের মতে, শ্রাবণ মাসের শনিবারে পূজা করলে শনিদেবের সঙ্গে মহাদেবের আশীর্বাদও পাওয়া যায়। এমতাবস্থায় শনির মহাদশায় ভোগা ব্যক্তিদের জন্য শ্রাবণ মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই এই শনিবার অবশ্যই শনি পুজো করতে ভুলবেন না ধনু, মকর, কুম্ভ মিথুন এবং তুলা রাশির জাতকরা।

আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন

শনিদেব বর্তমানে মকর রাশিতে অবস্থান করছেন, শনির সাড়ে সাতির সময়ে ব্যক্তিকে আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা কাটিয়ে উঠতে শনিদেব এবং মহাদেবের পুজো করতে পারেন এই ৫ রাশির জাতক। শাস্ত্রে শনিদেবকে ভোলেনাথের পরম ভক্ত ও শিষ্য হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই একসঙ্গে দুই দেবের কৃপা পেতে পারেন মন দিয়ে পুজো করলে।

আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন

আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন
আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ শনিবার, শনিদেবকে তুষ্ট করতে ৫ রাশির জাতকরা যা করবেন

১) শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দান করলে শনিদেবের কৃপা পাওয়া যায়। শ্রাবণের চতুর্থ শনিবার এটি করুন। ২) শনিবারে যে কোনও গরিব বা দুঃস্থকে খাবার বা অন্য কিছু দান করুন। ৩) শনিবার শনি মন্দিরে কালো কম্বল, কালো তিল এবং সর্ষের তেলের মতো শনি গ্রহ সম্পর্কিত জিনিস দান করুন। ৪) শ্রাবণ মাসের শনিবার শিব চালিসা পাঠ করলে শনিদেব প্রসন্ন হয় বলে বিশ্বাস করা হয়। তাই এটি অবশ্যই করুন।