Samir Panja: ফেসবুক পোস্টের পর ‘বেপাত্তা’, ক্ষুব্ধ সমীরের মানভঞ্জনে নামল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ  করেছেন। এখন সুর বদল করে বলছেন আমার যাবার সময় হল, দাও বিদায়! তৃণমূলের দীর্ঘ সময়ের বিধায়কের মুখে এহেন কথা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে জল্পনা শুরু হয়েছে। সকাল থেকেই মানভঞ্জনে নেমেছেন দলীয় নেতারা। কিন্তু ফেসবুক পোস্টের পর ‘বেপাত্তা’ বিধায়ক।

আরও পড়ুনঃ চিনা প্রেসিডেন্ট কি গৃহবন্দি? সেনা অভ্যুত্থান চিনে! জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, অভিমানী সমীরের পোস্ট দেখেই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের সভাপতি অরুণাভ সেন। তাঁর কথায়, সমীর পাঁজার সঙ্গে যোগাযোগ করা হলেও ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের কাজে লড়াই করছেন তিনি। দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টের পর 'বেপাত্তা', সমীর তো এখনও ক্ষুব্ধ 
ফেসবুক পোস্টের পর ‘বেপাত্তা’, সমীর তো এখনও ক্ষুব্ধ 

ঘটনার শুরু উদয়নারায়নপুরের বিধায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছেন, হ্যাঁ আমার এই মহান নেত্রী টা আছে বলেই, আমি আজও তৃণমূল দল ছেড়ে যাইনি। কারণ কত ঝড় ঝাপটা পেরিয়ে, নানান ইতিহাস এর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থেকে ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে।

একইসঙ্গে তিনি বলেন, আজ অবধি মিথ্যা নাটক করে দলীয় নেতৃত্বের কাছে ভালো সেজে, একটা মেকি লিডার হতে চাইনা আমি। নাহলে কবেই টা টা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে , তারা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে…..?? তাই আর কি, আমার যাবার সময় হল, দাও বিদায়!

ফেসবুক পোস্টের পর ‘বেপাত্তা’, সমীর তো এখনও ক্ষুব্ধ 

ফেসবুক পোস্টের পর 'বেপাত্তা', সমীর তো এখনও ক্ষুব্ধ 
ফেসবুক পোস্টের পর ‘বেপাত্তা’, সমীর তো এখনও ক্ষুব্ধ 

সমীরের দুর্দিনে একই সুর মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। সমীরের মন্তব্যকে সমর্থন করে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক বলেন, সমীর দলের অনেক পুরনো কর্মী। দলের কারাপ সময়ে সঙ্গে ছিলেন তিনি। এখন দলের সঙ্গে কোনও একটা জায়গায় দূরত্ব তৈরি হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে সমীরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

তিহাড়ে বন্দি থাকার সময় জেল থেকেই সরকারি সিদ্ধান্ত নিচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনী চলাকালীন ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আর তার পরই তাঁর...
বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের

বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের

চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগের দিন বাংলার নানান প্রান্তে চলল জমজমাট প্রচার। একদিকে যেমন চার জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেরকমই রবিবাসরীয়...
নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। এরই মধ্যে দু'টি স্টিং ভিডিও প্রকাশ হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। রবিবার নির্বাচনের মধ্যেই সন্দেশখালিতে শুরু হল নতুন করে অশান্তি। ভিডিও ভাইরালের কারণে তৃণমূলের এক নেতাকে বাড়ি থেকে বের করে মারধর করলেন মহিলারা।
সন্দেশখালিতে বিজেপির হয়ে কাজ করছে জাতীয় মহিলা কমিশন! নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালিতে বিজেপির হয়ে কাজ করছে জাতীয় মহিলা কমিশন! নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালির ঘটনা নিয়ে নেতিবাচক ভাবনা তৈরি করে বিজেপি রাজনৈতিক ফসল তুলতেই এমন কৌশল নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের এমন প্রচেষ্টাকে ‘ষড়যন্ত্র’, ‘প্রতারণা’, ‘জালিয়াতি’ হিসাবে দেখিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে।

প্রকাশ্যে এল গঙ্গাধরের দ্বিতীয় ভিডিও, আন্দোলন ‘সাজাতে’ পিস্তল-মদ-টাকা ছাড়া আর কী কী চাইলেন বিজেপি...

সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দ্বিতীয় ভিডিও প্রকাশ পেল। প্রথম ভিডিও থেকে জানা যায়, সন্দেশখালির আন্দোলন পুরোটাই সাজানো এবং তা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে।

Lifestyle and More...