মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পরেই দলের বিরুদ্ধে বেঁকে বসেছে একগুচ্ছ বিজেপি নেতা। অনেকেই ফিরতে চাইছেন তৃণমূলে। রাজ্যে হারের গোয়েন্দা রিপোর্টেও তেমনি আভাস পেয়েছে অমিত শাহ। এমন অবস্থায় দলে পুরনো নেতাদের ফেরানো নিয়ে মুখ না খুললেও একের পর এক মাস্টারস্ট্রোক দিয়ে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল কংগ্রেস বিজেপির হাতে ছেড়ে দিতে চলেছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি।

আরও পড়ুনঃ শিব-কৈলাস-অরবিন্দ-দিলীপ ফের চারমূর্তিকে নিশানা করে টুইটারে বিঁধলেন তথাগত।

যদিও জল্পনা ছড়িয়েছিল এবারে এই কমিটি নিজেদের হাতেই রাখতে পারে শাসকদল। কিন্তু, সেই জল্পনায় ইতি টেনে বিরোধী দল বিজেপিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দিতে চলেছে তৃণমূল। যদিও বিধানসভার পক্ষ থেকে এই নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। কারণ বিজেপি এখনও নিজেদের চেয়ারম্যানের নাম জানায়নি। টা জানালেই ঘোষণা করা হবে বিধানসভার পক্ষ থেকে। সূত্রের খবর পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাশাপাশি বিধানসভার আরও ৯টি কমিটির দায়িত্ব পাবে বিজেপি। এদিকে এই কমিটিতে বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যন করা হতে পারে মুকুল রায়কে। যার সপুত্র দলে ফেরা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিধানসভার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি।

কারণ যত ধরনের উন্নয়নমূলক কাজ হয় তার অডিটের ক্ষেত্রে এই কমিটির চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রথা অনুযায়ী, প্রতি বছরই এই কমিটি বিরোধীদের হাতেই দেওয়া হয়। যদিও এ বছর তা তৃণমূল নিজের হাতেই রাখতে পারে এমন জল্পনা তৈরি হয়েছিল। গত বছর কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী বিধায়ক শঙ্কর সিংকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। বিধানসভা সূত্রে খবর, ইতিমধ্যেই বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি তাদের হাতেই যেতে চলেছে।

সেই কমিটির চেয়ারম্যান পদে বসতে চলেছেন মুকুল রায়। তাঁর স্ত্রী সুস্থ হলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিজেপির দাবি তাদের কম কমিটি দেওয়া হচ্ছে। তাদের দাবি ২০১৬ সালের বিধানসভার নির্বাচনের পরে বাম-কংগ্রেস জোটের হাতে যখন ৭৭টি আসন ছিল, তখন তাঁদের ১৪টি কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। দুই বিধায়কের ইস্তফার জেরে বর্তমানে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়িয়েছে ৭৫।

মুকুলের হাতে পাবলিক অ্যাকাউণ্টস কমিটি ছাড়ল তৃণমূল, জল্পনা তুঙ্গে রাজ্যে। অথচ তাঁদের মাত্র ১০টি কমিটি দেওয়া হচ্ছে। মানে বাম-কংগ্রেসের থেকেও কম সংখ্যক কমিটি পাচ্ছে বিজেপি। আগামীদিনে এই প্রসঙ্গ বিধানসভায় তুলে ধরবে বিজেপি বলেই সূত্রের খবর।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

উল্লেখ্য, এর আগে বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ধস নেমে সেই এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এই আবহে হিন্দ সিনেমা রসামনের সেই ক্রস প্যাসেজ তৈরির ক্ষেত্রে আশঙ্কা তৈরি হয়েছিল। আজ হাওড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানান রথীন চক্রবর্তী।
তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ, জগদ্দলের সভায় মোদির গলায় ফের 'চোর ধরো জেল ভরো'

তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ, জগদ্দলের সভায় মোদির গলায় ফের ‘চোর ধরো জেল ভরো’

রবিবার বাংলায় পর পর চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুটা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল থেকে। বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচার করলেন তিনি।
RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

আইপিএলে যথে¬¬¬¬ষ্ট অভিজ্ঞ ক্রিকেটার অক্ষর। আন্তর্জাতিক ক্রিকেটেও অক্ষরের অভিজ্ঞতা যথেষ্ট। ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রয়েছে ওর। নতুন দায়িত্ব পেয়ে অক্ষরও যথেষ্ট উত্তেজিত।’’
বৃষ্টির দিন শেষ, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

বৃষ্টির দিন শেষ, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

মালদা ও দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলবে।গতকাল দিনের তাপমাত্রা ৩০.৩ থেকে বেড়ে ৩৩.৮ ডিগ্রি হয়েছিল। রাতের তাপমাত্রা ২৬.৪ থেকে কমে হয়েছিল ২৩.৩ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষ দিন রানাঘাটে বড় চমক দিল বিজেপি। তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর হাত ধরে পদ্ম-পতাকা হাতে তুলে নিলেন রানাঘাটের তৃণমূলপ্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা...

Lifestyle and More...