ভোটে জিতলেই বদলে যাবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাটে বড় প্রতিশ্রুতি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: গুজরাটে তৈরি হয়েছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। প্রধানমন্ত্রী নিজেই রূপবদলের পর স্টেডিয়ামটির নতুন করে উদ্বোধন করেন। আজ কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বলেছে, ক্ষমতায় এসে তারা স্টেডিয়ামের পুরনো নাম ফিরিয়ে দেবে।

আরও পড়ুন: মশার লার্ভার খবর দিলেই মিলবে পুরস্কার, অনন্য পদক্ষেপ দক্ষিণ দমদম পৌরসভায়।

সামনেই গুজরাট নির্বাচন। প্রচারে জোরকদমে নেমে পড়েছে সব দলই। এই পরিস্থিতিতে প্রকাশিত হয়েছে কংগ্রেসের (Congress) ইস্তেহার। প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন দল সরকার গঠন করলে কংগ্রেস প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারী দলিল হিসাবে নির্বাচনী ইশ্তেহার গ্রহণ করবে। আর কংগ্রেসের এই ইস্তেহারের মধ্যেই রয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম পরিবর্তন।

ভোটে জিতলেই বদলে যাবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাটে বড় প্রতিশ্রুতি কংগ্রেসের
ভোটে জিতলেই বদলে যাবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাটে বড় প্রতিশ্রুতি কংগ্রেসের

কংগ্রেসের আরও দাবি, ক্ষমতায় এলে তারা গুজরাটে ১০ লক্ষ চাকরি দেবে। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ, বিধবা ও বর্ষীয়ান মহিলাদের জন্য মাসিক ২ হাজার টাকা ভাতা, বেকারদের জন্য ৩ হাজার টাকার বেকার ভাতার মতো পদক্ষেপও করা হবে। খোলা হবে ৩ হাজার ইংরাজি মাধ্যম স্কুল। এবং স্নাতক স্তর পর্যন্ত মেয়েদের পড়াশোনার জন্য খরচ লাগবে না। এছাড়াও কংগ্রেস রাজ্যে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে তাঁদের পরিবারকে যারা করোনার কারণে তাঁদের কাছের মানুষকে হারিয়েছেন।

ভোটে জিতলেই বদলে যাবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাটে বড় প্রতিশ্রুতি কংগ্রেসের

ভোটে জিতলেই বদলে যাবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাটে বড় প্রতিশ্রুতি কংগ্রেসেরদুই ধাপে অনুষ্ঠিত গুজরাটে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের এই একাধিক এই বড় প্রতিশ্রুতি রাজ্যবাসীর মনে আদও প্রভাব ফেলতে পারে কিনা সেই উত্তর মিলবে ৮ ডিসেম্বর। আজ ইস্তেহার প্রকাশের সময় ব্যাপক দুর্নীতির জন্য গুজরাটের বর্তমান বিজেপি-নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে গেহলট বলেছেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে গত ২৭ বছরের দুর্নীতির সমস্ত অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো!

উল্লেখ্য, এর আগে বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। ধস নেমে সেই এলাকার বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। এই আবহে হিন্দ সিনেমা রসামনের সেই ক্রস প্যাসেজ তৈরির ক্ষেত্রে আশঙ্কা তৈরি হয়েছিল। আজ হাওড়ায় জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলেও জানান রথীন চক্রবর্তী।
তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ, জগদ্দলের সভায় মোদির গলায় ফের 'চোর ধরো জেল ভরো'

তৃণমূলের দুর্নীতিকে কটাক্ষ, জগদ্দলের সভায় মোদির গলায় ফের ‘চোর ধরো জেল ভরো’

রবিবার বাংলায় পর পর চারটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুরুটা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জগদ্দল থেকে। বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে প্রচার করলেন তিনি।
RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

RCB-র বিরুদ্ধে বাদ ঋষভ, নতুন অধিনায়ক ঘোষণা করল দিল্লি

আইপিএলে যথে¬¬¬¬ষ্ট অভিজ্ঞ ক্রিকেটার অক্ষর। আন্তর্জাতিক ক্রিকেটেও অক্ষরের অভিজ্ঞতা যথেষ্ট। ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রয়েছে ওর। নতুন দায়িত্ব পেয়ে অক্ষরও যথেষ্ট উত্তেজিত।’’
বৃষ্টির দিন শেষ, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

বৃষ্টির দিন শেষ, ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

মালদা ও দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। দার্জিলিং এবং কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলবে।গতকাল দিনের তাপমাত্রা ৩০.৩ থেকে বেড়ে ৩৩.৮ ডিগ্রি হয়েছিল। রাতের তাপমাত্রা ২৬.৪ থেকে কমে হয়েছিল ২৩.৩ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষলগ্নে বড় চমক! মিঠুনের হাত ধরে বিজেপিতে মুকুটমণির স্ত্রী

প্রচারের শেষ দিন রানাঘাটে বড় চমক দিল বিজেপি। তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর হাত ধরে পদ্ম-পতাকা হাতে তুলে নিলেন রানাঘাটের তৃণমূলপ্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা...

Lifestyle and More...