একদিকে Omicron আতঙ্ক তো অন্যদিকে দেশে থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কি হবে এবার?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ  দেশজুড়ে চলছে ওমিক্রন (Omicron) আতঙ্ক। ঝড়ের গতিতে বাড়ছে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ফের একবার দেশে থাবা বসাল মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। মঙ্গলবারই মুম্বইতে নতুন করে সামনে এসেছে এমনই একটি ঘটনা। জানা গিয়েছে, ৭০ বছরের এক বৃদ্ধের শরীরে দেখা গিয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ। কী জানাচ্ছেন চিকিৎসকরা?

আরও পড়ুনঃ কোভিড বিধি মেনে স্কুল খোলার দাবীতে এবার অবস্থান বিক্ষোভ শিক্ষকদের

গত ৫ জানুয়ারি করোনায় আক্রান্ত হন মুম্বইয়ের ওই ৭০ বছরের বাসিন্দা। আইসোলেশনে থাকাকালীনই তাঁর শরীরে দেখা যায় ব্ল্যাক ফাঙ্গাসের একাধিক উপসর্গ। ১২ তারিখের পর থেকে সেই উপসর্গগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে। ফলে আর কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মিউকরমাইকোসিসের (Mucormycosis) চিকিৎসা চলছে ওই বৃদ্ধের।

গত বছর মে মাসে দেশে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। মহামারীর ওই পর্বের ভয়াবহতার মধ্যেই ছড়িয়ে পড়েছিল ব্ল্যাক ফাঙ্গাস রোগটিও। প্রায় ৪০ হাজারেরও বেশি করোনায় আক্রান্ত শরীরে থাবা বসিয়েছিল মিউকরমাইকোসিস। যার মধ্যে মুম্বইতে ৭৪১ জন আক্রান্ত ছিলেন এই ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশনে। চিকিৎসকরা জানিয়েছিলেন, মূলত দীর্ঘদিন ধরে ICU এবং আইসোলেশন ট্রিটমেন্টে থাকতে থাকতে করোনা রোগীদের শরীরে ব্যাকটেরিয়া ঘটিত এই রোগের প্রকোপ শুরু হয়েছে।

এছাড়াও করোনা মোকাবিলায় ব্যবহৃত স্টেরয়েডের জেরেও এই ইনফেকশন হচ্ছে। আর সে কারণেই কোভিডের তৃতীয় ঢেউয়ের এই পর্বে দেশের কোভিড চিকিৎসার গাইডলাইন থেকে বাদ দেওয়া হয়েছে অধিকাংশ স্টেরয়েডকে। তা সত্ত্বেও ফের একবার ব্ল্যাক ফাঙ্গাসের হানা উদ্বেগে রেখেছে বিশেষজ্ঞদের।

দেশজুড়ে ক্রমশই ঊর্ধ্বমুখী Omicron-এর গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ নিম্নমুখী হলেও সাতশোর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনার এই নয়া স্ট্রেনে। ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তেই এবার রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কনট্যাক্ট ট্রেসিং, ক্লাস্টার জোনে বাড়তি নজরদারির পাশাপাশি কোভিডে মৃত্যু রুখতে কড়া বার্তা দেওয়া হয়েছে মন্ত্রকের পাঠানো চিঠিতে। কিছুটা স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ।

একদিকে Omicron আতঙ্ক তো অন্যদিকে দেশে থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কি হবে এবার?

একদিকে Omicron আতঙ্ক তো অন্যদিকে দেশে থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কি হবে এবার?
একদিকে Omicron আতঙ্ক তো অন্যদিকে দেশে থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, কি হবে এবার?

২.৫ লাখের নীচে নামল কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ১৮ জন, যা গতকালের থেকে ২০ হাজার ৭১ কম। এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৩১০ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৭ হাজার ৪২১ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩৬ হাজার ৬২৮ এবং কোভিড পজিটিভিটি হার ১৪.৪৩ শতাংশ। করোনার এই নিম্নমুখী গ্রাফ স্বস্তি ফেরাচ্ছে। দেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯১ জন।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিয়োগ মামলায় আপাতত 'সুপ্রিম' স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

নিয়োগ মামলায় আপাতত ‘সুপ্রিম’ স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। তবে, সিবিআই তদন্ত জারি...
ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন সারাক্ষণ বুথে বুথে ছিল তাঁর কড়া নজর। হাতেনাতে ধরেছেন 'ভুয়ো' এজেন্টকে। বচসায় জড়িয়েছেন তৃণমূল কর্মীদের সঙ্গে। অবশেষে কিছুটা হাসিমুখেই দেখা গেল মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমকে।
আগামী কাল ৮ মে দুপুর ১ টা নাগাত প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

আগামী কাল ৮ মে দুপুর ১ টা নাগাত প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

হোম পেজে ঢুকলেই স্ক্রিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examinations 2024। একে ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে ছাত্র-ছাত্রীদের। এর পর সাবমিট অপশানে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।
হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের।
বাজারে এলো শাওমি-র এয়ার কন্ডিশনার, জানুন এর দাম ও ফিচার্স

বাজারে এলো শাওমি-র এয়ার কন্ডিশনার, জানুন এর দাম ও ফিচার্স

নতুন শাওমি -র এসি তে ইন্টারনাল ইউনিটে রয়েছে হাই-টেম্পারেচর সেলফ ক্লিনিং ক্ষমতা, যা অদৃশ্য দূষণ মুহূর্তে সরিয়ে দিতে পারে। লেয়ার বাই লেয়ার ক্লিনিংয়ের পাশাপাশি এটি ব্যাকিটিরিয়াও দূর করে দিতে পারে তার উচ্চ-তাপমাত্রার ড্রায়িং প্রযুক্তির সাহায্যে।

Lifestyle and More...