মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: মানুষপাচার মামলায় বুধবার সকাল থেকেই ভারতের প্রায় ৪৮টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ। যার মধ্যে ছিল রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত। প্রায় ১২ ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ পর্বের শেষে সঞ্জীব দেব নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: শিশিরের সম্পত্তি নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের, দাবি ED তদন্ত

প্রসঙ্গত, বুধবার ভোর তিনটে নাগাদ বারাসাত এলাকার চাঁপাডালি, নবপল্লী ও শালবাগানে হানা দেয় এনআইএ। প্রায় ১২ ঘন্টা ধরে চলে নানান জায়গায় লাগাতার তল্লাশি। এরপরই আজ দুপুরে নবপল্লী এলাকার বাসিন্দা সঞ্জীব দেবের আবাসন থেকে তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী
মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী

সূত্রের খবর, সঞ্জীব দেবের বাড়ি থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে পাওয়া গেছে বাংলাদেশের পাসপোর্ট। সঞ্জীব ছাড়াও গাইঘাটার হাজরাতলাতে বিকাশ সরকার নামক এক ব্যক্তিকে আটক করেছে এনআইএ। তিনি মূলত বাংলাদেশের বাসিন্দা। মাত্র চার মাস আগে ভারতে এসেছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী

অক্টোবর মাস থেকেই মানুষ পাচার মামলায় নানান জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল এনআইএ। খোঁজ চলছিল এই চক্রের কিংপিনদের। সেই সময় তামিলনাড়ু থেকে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান নামক এক মানুষ পাচারকারী। এরপর ধীরে ধীরে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়।

মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, মূলত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এবং বিদেশে উচ্চবেতন সম্পন্ন কর্মসংস্থানের প্রলোভন দেখিয়েই নাগরিকদের পাচার করা হতো। আর এই চক্রটি এতোটাই বৃহৎ যে সারাদেশে প্রচুর সংখ্যক এজেন্ট ছড়িয়ে রয়েছে। তবে খুব দ্রুততার সঙ্গে মানুষ পাচার মামলার সমাধান করতে চায় কেন্দ্র।

মানুষ পাচার মামলায় তৎপর NIA, বারাসাত থেকে গ্রেফতার ১ ব্যবসায়ী

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।
২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।
নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

Lifestyle and More...