মন্ত্রীসভায় নয়া মুখ নিয়ে আজ বৈঠক মোদী-শাহর, জায়গা পাচ্ছেন দিলীপ-লকেট?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ মন্ত্রীসভায় নয়া মুখ নিয়ে আজ বৈঠক মোদী-শাহর, জায়গা পাচ্ছেন দিলীপ-লকেট? আগেই হাত ছেড়েছে শিবসেনা। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কিছুদিন আগে ছেড়ে গিয়েছে শিরোমণি আকালি দলও। যার জেরে খালি পড়ে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রায় ২ ডজন পদ। এমন অবস্থায় নতুন মুখ হিসেবে কাদের আনা হবে তা নিইয়ে ক্যাবিনেট বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ স্পিকার বৈঠক, ধনখড়ের বিরুদ্ধে ওম বিরলাকে বিস্ফোরক অভিযোগ বিমানের।

আর এই নিয়ে বঙ্গ বিজেপিতে জোর জল্পনা শুরু হয়েছে মন্ত্রীত্ব পাওয়া নিয়ে। ২০১৯ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে ক্ষমতায় আসার পর বাংলায় পেয়েছিল দুজন কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছিল বাংলা। দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। তাই এবার বাংলার প্রত্যাশা আরও বেশি। কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে, তারা হলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক। যাদের নিয়ে বেশি জোরালো জল্পনা তারা হলেন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়। কেন এই দুজনকে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথমত দিলীপের রাজ্য সভাপতি পদে মেয়াদ শেষের মুখে।

এদিকে বঙ্গে হারের পর দলের একাংশ যথেষ্ট অখুশি তাঁকে নিয়ে। তাই তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করে সেদিকে ব্যাস্ত রাখার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের গুডবুকে বরাবরই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে তাঁর কাজে খুশি ছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিধানসভা নির্বাচনে হার সত্ত্বেও নিজের এলাকায় হোক কিংবা অন্য কোথাও লকেট চট্টোপাধ্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন, তাতেও খুশি তাঁরা। ফলে মন্ত্রিসভায় এবার স্থান পেতে পারেন লকেটও।

মন্ত্রীসভায় নয়া মুখ নিয়ে আজ বৈঠক মোদী-শাহর, জায়গা পাচ্ছেন দিলীপ-লকেট? তবে এদের বাইরেও উঠে আসছে শান্তনু ঠাকুর, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, ও ব্যারাকপুরের অর্জুন সিংয়ের নাম। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত রাজ্য বিজেপির নজর থাকবে এই বৈঠকের দিকে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে...
কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

“আমি রচনাকে প্রার্থী করেছি , কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী আছেন তিনি সকলের গলারই লকেট!” সঙ্গে তিনি আরও বলেন, “আমি খারাপ সেন্সে বলছি না । ভাল সেন্সেই বলছি । আর আমি বলব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , রচনাকে তাই প্রার্থী করেছি।”
বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আর সেই খুন হবে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে। ঘাটাল জিততে মরিয়া হয়ে যে কোনও রকমের ঝুঁকি নিতে পারে বিজেপি বলে দাবি দেবের।
বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি জানান যে ২০২৩ সালের আগের সমস্ত ছবিই তিনি আর্কাইভ করেছেন, সেই কারণেই প্রোফাইলের ওয়াল থেকে ২০২৩ সালের আগের ছবি ছবিই উধাও হয়ে গিয়েছে। তারমধ্যেই তাঁদের বিয়ের ছবিও ছিল।
অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

তেলেঙ্গানার জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মধ্যে অম্বানি-আদানী ইস্যু নিয়ে সরব হলেন তিনি। অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে...

Lifestyle and More...