Kapil Dev: কপিলের চোখে বিশ্বকাপে এবার ফেভারিট কী ভারত? যা বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ সময় যত ঘনিয়ে আসছে ততই বিশ্বকাপকে নিয়ে ভক্ত-সমর্থকদের জল্পনা-কল্পনা বাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ নিয়ে কথা বলতে শুরু করেছেন তারকারাও। তাঁরা কথা বলছেন দলগুলোর প্রস্তুতি, সম্ভাবনা ও পছন্দ নিয়ে। আসন্ন বিশ্বকাপে কারা ফেবারিট, তাই জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের ভারত গৌরব সন্মান এবার পাচ্ছেন রতন টাটা

কপিল বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, ‘আমি জানি না, বিশ্বকাপে কী ঘটতে চলেছে। ভারতের দল নির্বাচন তো এখনও হয়নি। শুধু এইটুকু জানি, ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবেই নামবে। বহু বছর ধরে সেটাই হয়ে আসছে’। কপিল আরও বলেছেন, ‘সব কিছু নির্ভর করবে একটা ব্যাপারের উপরে। সেটা হল, সব দিক থেকে আসা প্রত্যাশা কী ভাবে সামলায় দলটা’।

Kapil Dev: কপিলের চোখে বিশ্বকাপে এবার ফেভারিট কী ভারত? যা বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

বিশ্বকাপে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, ‘চার বছর অন্তর বিশ্বকাপ ফিরে আসে। আশা করব, ভারতীয় ক্রিকেটাররা তৈরি থাকবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। ১২ বছর পর আবার ভারতে বিশ্বকাপ। যেমন দর্শক সমর্থন থাকবে দলের প্লাস পয়েন্ট হিসেবে, তেমনই এই দর্শকদের চাপ সামলানো আবার ক্রিকেটারদের কাছে কঠিন মনে হতে পারে।’

Kapil Dev: কপিলের চোখে বিশ্বকাপে এবার ফেভারিট কী ভারত? যা বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক
কপিলের চোখে বিশ্বকাপে এবার ফেভারিট কী ভারত? যা বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

উল্লেখ্য, আগামী ৫ অক্টোর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর আগামী ১৯ নভেম্বর সেই আহমেদাবাদেই হবে মেগা ফাইনাল।

কপিলের চোখে বিশ্বকাপে এবার ফেভারিট কী ভারত? যা বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

Kapil Dev: কপিলের চোখে বিশ্বকাপে এবার ফেভারিট কী ভারত? যা বললেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

এবারের আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দেখার এই বার ফের ঘরের মাঠে ভারত সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

এই ম্যাচ জেতার ফলে লিক টেবিলে বারো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানদখল করে নিল দিল্লী। যার ফলে প্লে অফ আরো ইন্টারেস্টিং হয়ে পড়ল।
মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

এর পর ৭ মে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা এবং ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানানো হয়েছে।
মরণোত্তর ভারতরত্নে সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও, ঘোষণা মোদির

মরণোত্তর ভারতরত্নে সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও, ঘোষণা মোদির

তেলাঙ্গানার বাঙ্গারা গ্রামে বেড়ে ওঠা আর সেখানেই প্রাথমিক শিক্ষা। এরপর ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বি এ ও পরে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি। ততদিনে ১৯৩০ এর বন্দে মাতরম আন্দোলনে শামিল হয়ে যান এই নেতা। দেশ তখন জ্বলছে স্বাধীনতার আন্দোলনের আগুনে।
এক ধাক্কায় তাপমাত্রা কমল ১১ ডিগ্রি, বৃষ্টি চলবে কতদিন?

এক ধাক্কায় তাপমাত্রা কমল ১১ ডিগ্রি, বৃষ্টি চলবে কতদিন?

বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার গতিবেগে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া।
নিয়োগ মামলায় আপাতত 'সুপ্রিম' স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

নিয়োগ মামলায় আপাতত ‘সুপ্রিম’ স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। তবে, সিবিআই তদন্ত জারি...

Lifestyle and More...