‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের শুরুতেই নয়া কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল। আগামী ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প নিয়ে মাঠে নামছে তৃণমূল। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সোমবার সকালে তৃণমূলের সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের আগে দুয়ারে পৌচ্ছবে ‘দিদির দূত’, দুর্নীতি রুখতে ‘সুরক্ষা কবচ’ দিলেন মমতা

আর সেই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্পের অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের মানুষের দুয়ারে ‘দিদির দূত’ হয়ে পৌচ্ছে যাবেন। অপর দিকে ‘দিদির সুরক্ষা কবচ’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সহ সব প্রকল্পের সুবিধা।

আজ নজরুল মঞ্চ থেকে সেই কথায় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোথায় মিলবে এই অ্যাপ? অভিষেক জানান, Google Play Store থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। ১০ কোটি মানুষের বাড়ি এই অ্যাপের মাধ্যমে ম্যাপ করা হবে। সবাই সরকারের যে ১৫ টি প্রকল্প রয়েছে তা ঠিকমতো পাচ্ছে কি না সেটা খতিয়ে দেখা হবে।

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, আবাস যোজনা, স্বাস্থ্য়সাথী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী-সহ সব প্রকল্প। এই অ্যাপের মাধ্যমে এই প্রকল্পগুলো মানুষের বাড়ি পৌঁছে দেওয়া হবে। এছাড়াও আগামী ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ প্রকল্প নিয়ে মাঠে-ময়দানে নামছে তৃণমূল।

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে গ্রামে রাত্রিযাপন করবেন দিদির দূতরা, জানিয়ে দিলেন অভিষেক

সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির অন্তর্গত তৃণমূলের সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে যাবেন। কথা বলবেন মানুষের সঙ্গে গ্রামে রাত্রিযাপন করবেন।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।
২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।
নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’
কুণালের গীতবদল! ডেরেকের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যকে পাশে নিয়ে কী গান শোনালেন ঘোষ?

কুণালের গীতবদল! ডেরেকের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যকে পাশে নিয়ে কী গান শোনালেন ঘোষ?

পদ হারানোর পর থেকে তিনি গাইছিলেন সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে' সিনেমার 'দিয়ে শাস্তি, রাজা কখনও সোয়াস্তি পাবে কি?', আর বৈঠকের পরেই তাঁর গলায় শোনা গেল 'আহা কি আনন্দ আকাশে বাতাসে!'

Lifestyle and More...