১৬ টি জেলায় করোনা মৃত্যু। দেখুন আজ আপনার জেলার করোনা চিত্র।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ১৬ টি জেলায় করোনা মৃত্যু। দেখুন আজ আপনার জেলার করোনা চিত্র। রাজ্যে একদিকে বাড়ছে সুস্থতার হার অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ১৬১ জন। আজও সংক্রামিত রাজ্যের সব জেলা। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪২ জন। এই দুই পরিসংখ্যানের মাঝে দুঃখের বিষয় হল এদিনও করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের।

আরও পড়ুনঃ মেয়াদ বাড়লো সৌরভের। বহাল থাকছেন সভাপতি পদে।

রাজ্যে করোনা ভাইরাসের প্রাথমিক পর্যায়ে কলকাতা এবং তাঁর যমজ শহর হাওড়া তে হুহু করে বাড়ছিল করোনা সংক্রমণ। কিন্তু এখন কিছুটা সংক্রমণ কমছে কলকাতা এবং হাওড়া জেলাতে। এদিন হাওড়া জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৭৩ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৫। একই দিনে হাওড়া তে করোনা মুক্ত হয়েছেন ১২৩ জন। যানিয়ে হাওড়া তে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৭০১ জন। অর্থাৎ হাওড়া জেলাতে আর অ্যাকটিভ আক্রান্ত রয়েছেন ৮৯৫ জন। এদিন জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে ৪ টি। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেছে ৪৪৯ এ।

আজ উত্তর ২৪ পরগণাতে সংক্রামিত হয়েছেন ৫৫৬ জন। যা নিয়ে মোট সংক্রামিতের সংখ্যা এখন জেলা জুড়ে ৪১ হাজার ৬৭ জন। উত্তর ২৪ পরগণাতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৬৫৩ জন। আজ এই জেলায় সুস্থ হয়ে উঠেছেন ৬১৭ জন। অন্যদিকে আজ জেলা জুড়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। পাশাপাশি জেলাজুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৫৩৮ জন। আজ এই জেলায় চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ৭৭ জন।

অন্যদিকে আজ শহর কলকাতাতে সংক্রামিত হয়েছেন ৫৪৬ জন। যা নিয়ে কলকাতায় এখন পর্যন্ত সংক্রামিত হলেন ৪৬ হাজার ৪৭ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৪৩৫ জন। যার মধ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৫২৬ জন। আজ কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌঁছে গেল ১ হাজার ৪৬১ তে। শহরে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৫১ জন। এদিন গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯ জন।

এদিন রাজ্যের সবকটি জেলাতেই করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। পাশাপাশি সব কটি জেলা থেকেই বহু মানুষ করোনা মুক্ত হয়েছেন। উল্লেখ্য এদিন রাজ্যের ১৬ টি জেলায় করোনা মৃত্যু হয়েছে এবং চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমেছে ১০ টি জেলায়। রাজ্যের সব জেলা জুড়ে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৫২১ জন। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

১৬ টি জেলায় করোনা মৃত্যু। দেখুন আজ আপনার জেলার করোনা চিত্র।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
শ্রীরামপুরে ফের তরজায় কল্যাণ-দীপ্সিতা, CPIM প্রার্থীকে 'মিস ইউনিভার্স' বলে কটাক্ষ!

শ্রীরামপুরে ফের তরজায় কল্যাণ-দীপ্সিতা, CPIM প্রার্থীকে ‘মিস ইউনিভার্স’ বলে কটাক্ষ!

প্রথম থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দীপ্সিতা ধর তাঁকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে একটি রাস্তার মোড়ে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ। সেই সময় পাশ দিয়ে সিপিআইএম-এর মিছিল যাচ্ছিল। সেই দেখে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন কল্যাণ।
ঘোষণা হল ২৫ এর উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি, দেখে নিন কবে কোন পরীক্ষা

ঘোষণা হল ২৫ এর উচ্চমাধ্যমিকের পরীক্ষা সূচি, দেখে নিন কবে কোন পরীক্ষা

সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, জেলা স্কুল টেক্কা দিল কোলকাতাকে

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, জেলা স্কুল টেক্কা দিল কোলকাতাকে

এবারের উচ্চমাধমিকে প্রথম হয়েছেন অভীক দাস, ম্যাকউইলিয়াম উচ্চ মাধ্যমিক স্কুল (আলিপুরদুয়ার)। প্রাপ্ত নম্বর: ৪৯৬। দ্বিতীয় স্থানে সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর: ৪৯৫। তৃতীয় স্থানে অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা। প্রাপ্ত নম্বর: ৪৯৪ ।
দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

দুই বঙ্গ তরুণের দাপটে ম্যাচ জিতে প্লে অফ জমিয়ে দিল দিল্লি

এই ম্যাচ জেতার ফলে লিক টেবিলে বারো ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানদখল করে নিল দিল্লী। যার ফলে প্লে অফ আরো ইন্টারেস্টিং হয়ে পড়ল।
মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

মারাত্মক কিছু পার্শ্বপতিক্রিয়া, কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্টাজেনেকা

এর পর ৭ মে থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা এবং ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানানো হয়েছে।

Lifestyle and More...