তিক্ততা ভুলে নতুনের শুরু, সলমনের ছবিতে প্রথমবার গান গাইলেন Arijit Singh

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: একজন বলিউডের ভাইজান, আরেকজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী। নিজের নিজের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা দুজনের। কিন্তু বিগত কয়েক বছর ধরে দুজনের মধ্যে ছিল এক ঠান্ডা লড়াই। তাঁরা সলমন খান ও অরিজিৎ সিং। সম্পর্ক এতটাই তিক্ততার পর্যায়ে গিয়েছিল যে অরিজিতের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন সলমন। তবে এতগুলি বছরে বরফ গলল, সলমন খানের আসন্ন ছবি টাইগার থ্রি তে গান গাইলেন অরিজিৎ। একথা নিজেই ঘোষণা করলেন ভাইজান।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ অক্টোবর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য

সলমন খানের নতুন ছবি টাইগার থ্রিয়ের নতুন গান ‘লেকে প্রভু কা নাম’। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে তিনি লেখেন, “প্রথম গানের প্রথম ঝলক। গানের নাম ‘লেকে প্রভু কা নাম’। ওহ! হ্যাঁ, এটা হল আমার জন্য অরিজিতের গাওয়া প্রথম গান।” আগামী ২৩ অক্টোবর নতুন গানটি মুক্তি পেতে চলেছে। কয়েকদিন আগেই সলমন খানের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছিল অরিজিত সিংকে। সেই সময় থেকেই মনে করা হচ্ছিল, দুজনের মান অভিমানের পালা মিটেছে। শোনা গিয়েছিল, ছবিতে গানও গেয়েছেন তিনি। অবশেষে সেই জল্ন্ইবা সত্যি হল।

তিক্ততা ভুলে নতুনের শুরু, সলমনের ছবিতে প্রথমবার গান গাইলেন Arijit Singh

 

২০১৪ সালে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমন খানের হাত থেকে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন‌ অরিজিৎ সিং। তাঁর পরনে ছিল সাদা মাটা পোশাক, যা নিয়ে কটাক্ষ করে সলমন বলেছিলেন, “মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছ…।” চুপ করে না থেকে পাল্টা উত্তর ফিরিয়ে দিয়েছিলেন অরিজিৎও। সেখান থেকেই দুজনের সম্পর্কের সমীকরণের পতন ঘটতে শুরু করে। জানা যায়, ওই ঘটনার পরই সলমনের ছবির কাজ হাতছাড়া হয়। এমনকি নানা সমস্যার মুখোমুখিও হতে হয়েছিল গায়ককে। এখন যে সব ঠিক হয়েছে তা বোঝাই যাচ্ছে।

তিক্ততা ভুলে নতুনের শুরু, সলমনের ছবিতে প্রথমবার গান গাইলেন Arijit Singh

 

উল্লেখ্য, সলমন খান ও ক্যাটরিনা কইফ অভিনীত ‘টাইগার থ্রি’ মুক্তি পাওয়ার কথা আগামী ১২ নভেম্বর। মণীশ শর্মা পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমীকে। এর আগে এই সিরিজ ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হে’ ছবি দুটি বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল।

তিক্ততা ভুলে নতুনের শুরু, সলমনের ছবিতে প্রথমবার গান গাইলেন Arijit Singh

তিক্ততা ভুলে নতুনের শুরু, সলমনের ছবিতে প্রথমবার গান গাইলেন Arijit Singh
তিক্ততা ভুলে নতুনের শুরু, সলমনের ছবিতে প্রথমবার গান গাইলেন Arijit Singh

 

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

এই বিষয়ে সৌমিত্র নিজেও জানান, "আমি সনাতনী। আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি। আর গীতা হল সত্যের প্রতীক। যে কোনও পরিস্থিতিতে এমনকি, যুদ্ধেও সত্যেরই জয় হয়। সেই কারণে হাতে গীতা রেখেছিলাম।’’
IPL এ নতুন ইতিহাস মাহির, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির

IPL এ নতুন ইতিহাস মাহির, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির

মাঝে দু’বছর চেন্নাই নির্বাসিত হওয়ায় পুণের হয়ে খেলেছিলেন তিনি। সেখানেও এক বছর অধিনায়ক ছিলেন ধোনি। অধিনায়ক হিসাবেও সব থেকে বেশি ১৩৩টি জয়ের রেকর্ড রয়েছে ধোনির। দ্বিতীয় স্থানে রোহিত। তিনি ৮৭টি ম্যাচ জিতেছেন।
SSC মামলায় চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ!

SSC মামলায় চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ!

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। আজ, সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানি হল।
বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না, মমতাকে কড়া হুঁশিয়ারি মিঠুনের

বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না, মমতাকে কড়া হুঁশিয়ারি মিঠুনের

সোমবার নলহাটিতে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানেই মহাগুরু এই 'গদ্দার' প্রসঙ্গে বলেন, "বারবার এই শব্দটা বলছেন শুনেছি। এবার কিন্তু আমিও মহিলা বলে ছেড়ে দেব না। আমি যদি গদ্দার হই, তাহলে উনি গদ্দারি। দুর্নোতিগ্রস্তদের আশ্রয়দাতা।"
লক্ষ্য শুধুই ট্রফি, ম্যাচ জিতে কী বললেন হাবাস

লক্ষ্য শুধুই ট্রফি, ম্যাচ জিতে কী বললেন হাবাস

ফাইনালে সামনে যে দলই থাকুক না কেন, আমরা জেতার জন্যই মাঠে নামব। সমর্থকেরা যদি আমাদের পাশে এ ভাবে থাকেন, তা হলে পারফরম্যান্স এমনিতেই ২৫ শতাংশ ভাল হয়ে যায়। ফাইনালেও নিশ্চয়ই তা-ই হবে। সবাইকে ধন্যবাদ”।

Lifestyle and More...