Kolkata Book Fair24: প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ। আগামী বছর বেশ খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে বইমেলার তারিখ। আগামী বছর বইমেলা শুরু হবে ১৮ জানুয়ারি। সাধারণত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু হয় বইমেলা।

আরও পড়ুন: কলকাতা–হলদিয়া বন্দরে বিপুল বিনিয়োগের আশা, কর্মসংস্থান হবে লক্ষাধিক

কিন্তু পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৪-এর কলকাতা বই মেলার উদ্বোধন হবে আগামী ১৮ জানুয়ারি। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে বেশি দিন ধরে চলবে কলকাতা বইমেলা।

Kolkata Book Fair24: প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

২০২৩ সালে অবশ্য ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলা চলেছিল। টানা ১২ দিন ধরে চলেছিল কলকাতা বইমেলা। আর ২০২৪ সালে তা চলবে ১৪ দিন। প্রত্যেকবার রবিবার দিন শেষ হতো কলকাতা বইমেলা। এবারই প্রথম বুধবার শেষ হবে কলকাতা বইমেলা।

প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

Kolkata Book Fair24: প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

এই বিষয়টি নিয়ে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু বাবু বলেন, ‘বইমেলা এগিয়ে আনায় কোনও সমস্যা হবে না। কারণ আমরা এখন থেকেই নতুন সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি। এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল ব্রিটেন। তাই সেখানেও নতুন দিনক্ষণ সম্পর্কে অবাগত করা হয়েছে।’

Kolkata Book Fair24: প্রকাশিত হল ২০২৪ আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

লোকসভায় বিজেপির মদ-বাজেট ৪০ কোটি, ভাইরাল ভিডিও থেকে অভিষেক পেলেন অনেককিছুই!

শনিবার সকাল থেকেই সন্দেশখালির একটি ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। এত দিনের এত অভিযোগ সব যেন আজ প্রশ্নের মুখে! বিজেপির মণ্ডল সভাপতি বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণই হয়নি! সবটাই সাজানো! শুভেন্দু অধিকারীর পরিকল্পনা অনুযায়ী! (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি নজরবন্দি)
দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

দাদার মন্ত্রেই ভাল ব্যাট করতে পেরেছি, সৌরভ কে ধন্যবাদ জানালেন ভেঙ্কটেশ আইয়ার

ব্যাটিংয়ের টেকনিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পায়ের মুভমেন্টও ঠিক করে দেন সৌরভ। মুম্বই ম্যাচে সেই পরামর্শই কাজে লাগালেন ভেঙ্কটেশ। বিপদকালে মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৭০ রান করে থামেন।
২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

২০০০ টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ? ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক অভিষেক

“গত ১০০ দিন ধরে শুধুই সন্দেশখালি সন্দেশখালি করছে। প্রধানমন্ত্রীর মুখে আর কোনও কথা নেই। আজ সব প্রমান হয়ে গেল। নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি। আমি অবাক। মিথ্যে ভাবে আন্দোলনকে দাঁড় করানো যায় না।” সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

ভিডিও টি আমার হলেও গলা আমার নয়! দাবি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরের

এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও”। যদিও নজরবন্দি ওই ভিডিও টির সত্যতা যাচাই করেনি। শনিবার সকালে ভাইরাল হওয়া গঙ্গাধরের ওই ভিডিয়ো ঘিরে সকাল থেকেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি।
নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

নিম্ন মানের রাজনীতি করে বাংলার বদনাম করল বিজেপি, সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে সরব অভিষেক

জবাবে গঙ্গাধর বলেন, ‘‘শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে, তাবড় তাবড় লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরাও ওখানে দাঁড়াতে পারব না।’’

Lifestyle and More...