Durga Pujo 2022: মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নদীর ধারে কাশ ফুলে হালকা হালকা রেশ দেখা যাচ্ছে। মায়ের আগমণের প্রাক্কালে সকলেই নিচ্ছে প্রস্তুতি। কিন্তু অনেকেই দেবী দুর্গা সম্বন্ধে অনেক কিছু জানি না। যেমন অনেকেই জানেন না, দেবীর দশ হাতের অস্ত্রের সম্বন্ধে । দেবীকে কোন কোন দেবতা সেই অস্ত্র, কী কাজে প্রদান করেছিলেন। আসুন তাহলে জেনেনিন মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র ।

আরও পড়ুন: দুর্গা পুজোকে ‘অকালবোধন’ বলা হয় , কেন তা জানেন?

১.ত্রিশূল- পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং মহাদেব। কথিত আছে, ত্রিশূলের তিনটি ফলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। মানুষ তিনটি গুণ, সত্য, তমঃ, রজঃ প্রতীক ত্রিশূলের তিন ফলা। এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন তিনি।

২. শঙ্খ- বরুণ দেব মহামায়াকে দিয়েছিলেন শঙ্খ। যার ধ্বনি মঙ্গলময়। শঙ্খের আওয়াজে স্বর্গ, মর্ত্য ও নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে।

 

মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?
মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

৩. বজ্র- দেবীর হাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা মহামায়াকে দেন তিনি। মা দুর্গার হাতের অশনি দৃঢ়তা এবং সংহতির প্রতীক। এই দুই গুণের মাধ্যমেই জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন মানুষ।

৪. গদা- যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন দিয়েছিলেন গদা ৷ যা কালদণ্ড নামেও পরিচিত। এই অস্ত্র আনুগত্য, ভালবাসা এবং ভক্তির প্রতীক। সেই সঙ্গে শক্তিরও প্রতীক। দশভূজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল গদা।

৫. তীর ধনুক- পবন দেব দুর্গাকে দেন তীর ধনুক। উভয়ই ইতিবাচক শক্তির প্রতীক। অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীর ধনুক ব্যবহার করেন ভবানী।

মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?
মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

৬. পদ্ম- দেবীর হাতের পদ্ম অসাধারন বার্তা দেয় সমাজকে। পাঁকের মধ্যে জন্মানো সত্ত্বেও পদ্মের রূপ মুগ্ধ করে সকলকে। তাই মায়ের হাতে পদ্ম থাকার অর্থ হল, মায়ের আশীর্বাদে যেন অসুরকূলও তাঁদের ভিতরের অন্ধকার থেকে মুক্ত হয়।

৭. তলোয়ার বা খড়্গ – খড়্গ বা তলোয়ারের ধার আসলে মানুষের মগজাস্ত্রের বুদ্ধির ধার। আর এই ধার দিয়েই যাতে সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে মানুষ জয় করতে পারে। সেই বার্তাই বহন করেন মা দুর্গার হাতের খড়্গ বা তলোয়ার।

৮. তীর-ধনুক- মনুষ্য শরীরের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তারই প্রকাশ ঘটে ধনুর টঙ্কারে। আর এই ধনু টঙ্কারের সঙ্গে জুড়ে থাকে তীর যা এই ধনুর টঙ্কারে প্রকাশিত শক্তির ভারকে বহন করে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। মানব দেহে সেই শক্তির সঞ্চার করতেই মা দুর্গা নিজের হাতে তীর-ধনুক বহন করেন।

৯.সাপ-শেষ নাগ দিয়েছিলেন নাগহার৷ বিশুদ্ধ চেতনার প্রতীক হল এই সাপ। চেতনার নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে প্রবেশ এবং বিশুদ্ধ চেতনার চিহ্ন এই সাপ।

মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?
মা দুর্গার ১০ হাতে ১০ অস্ত্র , কারা এবং কেন দিয়েছিল?

১০. চক্র- দেবীর হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে শোভা পায় চক্র। শ্রীবিষ্ণু মহিষাসুরকে বধ করার জন্য নিজের চক্র থেকে এই চক্রটি সৃষ্টি করে দুর্গাকে দান করেন। মায়ের হাতের এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক। দেবী দুর্গার হাতে চক্র থাকার অর্থ ,সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিয়োগ মামলায় আপাতত 'সুপ্রিম' স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

নিয়োগ মামলায় আপাতত ‘সুপ্রিম’ স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। তবে, সিবিআই তদন্ত জারি...
ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন সারাক্ষণ বুথে বুথে ছিল তাঁর কড়া নজর। হাতেনাতে ধরেছেন 'ভুয়ো' এজেন্টকে। বচসায় জড়িয়েছেন তৃণমূল কর্মীদের সঙ্গে। অবশেষে কিছুটা হাসিমুখেই দেখা গেল মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমকে।
আগামী কাল ৮ মে দুপুর ১ টা নাগাত প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

আগামী কাল ৮ মে দুপুর ১ টা নাগাত প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

হোম পেজে ঢুকলেই স্ক্রিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examinations 2024। একে ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে ছাত্র-ছাত্রীদের। এর পর সাবমিট অপশানে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।
হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের।
বাজারে এলো শাওমি-র এয়ার কন্ডিশনার, জানুন এর দাম ও ফিচার্স

বাজারে এলো শাওমি-র এয়ার কন্ডিশনার, জানুন এর দাম ও ফিচার্স

নতুন শাওমি -র এসি তে ইন্টারনাল ইউনিটে রয়েছে হাই-টেম্পারেচর সেলফ ক্লিনিং ক্ষমতা, যা অদৃশ্য দূষণ মুহূর্তে সরিয়ে দিতে পারে। লেয়ার বাই লেয়ার ক্লিনিংয়ের পাশাপাশি এটি ব্যাকিটিরিয়াও দূর করে দিতে পারে তার উচ্চ-তাপমাত্রার ড্রায়িং প্রযুক্তির সাহায্যে।

Lifestyle and More...