অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?

অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?
CBI summons Abhishek, what did Sukant-Salim-Shubendu say?

নজরবন্দি ব্যুরো: আজ দুপুরের পরেই সিবিআই দপ্তর থেকে সমন পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে। তাকে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল ১১ টার মধ্যে সিবিআই দপ্তরে অর্থাৎ নিজাম প্যালেস আসতে হবে। অভিষেককে সিবিআইয়ের এই সমন পাঠানো নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়।

আরও পড়ুন: বাঁকুড়া ছাড়লেন অভিষেক, নবজোয়ার কর্মসূচিতে এবার স্বয়ং মমতা

অভিষেক এই মুহূর্তে দলীয় কর্মসূচিতে বাঁকুড়ায় রয়েছেন। সিবিআই-এর চিঠি পাওয়ার পরেই তিনি বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন। আর এই ঘটনা নিয়েই এবার টুইট করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইটে তিনি লেখেন,

অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?

‘‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এ বার ঘুঘু তোমার বধিব পরান।’’ এই প্রবাদ ব্যবহার করে তিনি কী বলতে চেয়েছেন তা স্পষ্ট না হলেও বিজেপি শিবির যে শনিবারের ঘটনা পরম্পরায় খুশি তা স্পষ্ট। উল্লেখ্য, খুব সম্প্রতি সুকান্ত বলেছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা।

অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?

অভিষেককে তলব নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আদালতের নির্দেশে সিবিআই তলব করতে বাধ্য হয়েছে। ওঁর উচিত, তদন্তে সহযোগিতা করা।’’ অপর দিকে খানিকটা একই সুর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। তিনি বলেন,

অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?

অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?
অভিষেককে সিবিআই এর তলব, কী বললেন সুকান্ত-সেলিম-শুভেন্দু?

‘‘যত রকম আইনি এবং লাইনি পথ আছে সব চেষ্টাই করেছেন। কিন্তু তাতে কাজ হয় না। গরু পাচার, কয়লা পাচারের অভিযোগে তাঁর নাম আছে সবাই জানত। কিন্তু তিনি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও যুক্ত তা তো ওঁর দলের লোকেরাই সামনে এনেছেন। এখন তদন্ত দরকার। দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা দরকার।’’