অফিস টাইমে চলবে ২০০টি করে ট্রেন, রাজ্যের প্রস্তাবে রাজি রেল

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ হাওড়া ও শিয়াদাহ মিলিয়ে প্রতিদিন চালানো হতে পারে ২০০টা লোকাল ট্রেন। অফিস টাইমের অস্বাভাবিক যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্যই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত। বুধবার রাজ্য ও রেলের দ্বিতীয় দফার বৈঠকে রাজ্য সরকারের এই প্রস্থাব মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু অন্যান্য সমইয়ে কটা করে লোকাল ট্রেন চালানো হবে তা নিয়ে এখন কোন সিদ্ধান্ত নেয়নি রেল।

আরও পড়ুনঃ ‘বেআইনিভাবে বিক্রি হচ্ছে দুর্গাপুর ব্যারেজের জল’ অভিযোগ আলুওয়ালিয়ার। পালটা জবাবে মেয়র।

অফিস টাইমে চলবে ২০০টি করে ট্রেন, এদিন রেল ও রাজ্যের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ও স্বরাষ্ট্র সচিব এবং পরিবহণ দপ্তরের কর্তারা। সেখানে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের কোন রুট দিয়ে দৈনিক কত যাত্রী কলকাতার দিকে যাতাযায় করেন তার একটা গড় হিসাব দেওয়া হয়েছে।

পাশাপাশি কোন স্টেশন গুলিতে যাত্রী সংখ্যা বেশি থাকে তারও একটা হিসাব দেখানো হয়েছে। এখন পর্যন্ত রাজ্য সরকার বা রেল কর্তৃপক্ষ কবে থেকে ট্রেন চালু করা হবে সেই বিষয়ে কিছু যায়নি। এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত কালকে নেওয়া হবে। তবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে থেকে চালু করা হবে লোকাল ট্রেন পরিষেবা।

অফিস টাইমে চলবে ২০০টি করে ট্রেন, কবে থেকে পরিষেবা চালু হবে, কোন সময়ে কটা ট্রেন চলবে তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে কাল। এবং এদিদেন বৈঠকে রেলে তরফে রেল্পুলিশ (আরপিএফ)-এর একটা পরিসংখ্যানও জমা দেওয়া হয়েছে সরকারকে। সিদ্ধান্ত নেওয়া হবে কোন রুটের কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে। পাশাপাশি গ্যালপিং ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার পর যাতায়াতের ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু শর্তাবলি। ট্রেনে চড়ার জন্য মাস্ক-এর ব্যবহার বাধ্যতামূলক। সাথে মানতে হবে সামাজিক দূরত্বও।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিয়োগ মামলায় আপাতত 'সুপ্রিম' স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

নিয়োগ মামলায় আপাতত ‘সুপ্রিম’ স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। তবে, সিবিআই তদন্ত জারি...
ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন মুর্শিদাবাদে ব্যাট হাতে সেলিম, বললেন তৃণমূলের খেলা শেষ!

ভোটের দিন সারাক্ষণ বুথে বুথে ছিল তাঁর কড়া নজর। হাতেনাতে ধরেছেন 'ভুয়ো' এজেন্টকে। বচসায় জড়িয়েছেন তৃণমূল কর্মীদের সঙ্গে। অবশেষে কিছুটা হাসিমুখেই দেখা গেল মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমকে।
আগামী কাল ৮ মে দুপুর ১ টা নাগাত প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

আগামী কাল ৮ মে দুপুর ১ টা নাগাত প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

হোম পেজে ঢুকলেই স্ক্রিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examinations 2024। একে ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে ছাত্র-ছাত্রীদের। এর পর সাবমিট অপশানে ক্লিক করলে স্ক্রিনে ফুটে উঠবে মার্কশিট।
হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এখনই চাকরি যাচ্ছে না যোগ্য-অযোগ্য কারুর!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের।
বাজারে এলো শাওমি-র এয়ার কন্ডিশনার, জানুন এর দাম ও ফিচার্স

বাজারে এলো শাওমি-র এয়ার কন্ডিশনার, জানুন এর দাম ও ফিচার্স

নতুন শাওমি -র এসি তে ইন্টারনাল ইউনিটে রয়েছে হাই-টেম্পারেচর সেলফ ক্লিনিং ক্ষমতা, যা অদৃশ্য দূষণ মুহূর্তে সরিয়ে দিতে পারে। লেয়ার বাই লেয়ার ক্লিনিংয়ের পাশাপাশি এটি ব্যাকিটিরিয়াও দূর করে দিতে পারে তার উচ্চ-তাপমাত্রার ড্রায়িং প্রযুক্তির সাহায্যে।

Lifestyle and More...