নজরবন্দি ব্যুরো: আজ, রবিবার ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল। দেশজুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে। টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। ১২ বছর পর তৃতীয় বিশ্বকাপ চায় সমগ্র ভারতবাসী। শহরবাসীর উচ্ছ্বাসও নজরে এসেছে। একই হাওয়া প্রেসিডেন্সি জেলেও। কয়েদিরাও খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে। আর এই জেলেই রয়েছেন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের নেতা-মন্ত্রীরা। তবে কি জেলের ভিতরেই টিভিতে খেলা দেখবেন তাঁরা?
আরও পড়ুন: ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে ‘অভিষেকের দূত’, অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই বছরে অক্টোবরে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। দুজনেই প্রেসিডেন্সি জেলে বন্দী। গত মাসে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও কয়েকদিন আগে তাঁকেও প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। এনারা একই সেলে বন্দী রয়েছেন। অন্যদিকে জেলের তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রয়েছেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। দুটি সেলে দুটি টিভি রয়েছে। জেল কোড অনুসারে আলাদা করে কোনও সেলে টিভি নেই।
সূত্রে খবর, বিশ্বকাপ নিয়ে উৎসাহী কুন্তল ঘোষ। কিভাবে খেলা দেখতে পারবেন, কতক্ষণ পারবেন? এসব নিয়ে কারারক্ষী, আধিকারিকদের থেকে বারবার জানতে চেয়েছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা। তবে অন্যদের মধ্যে তেমন উৎসাহ নেই। প্রেসিডেন্সি জেলের সেলের ভিআইপি বন্দীদের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। তাঁদের সেল থেকে বের হওয়ার অনুমতি বিশেষ মেলে না বলে খবর। নিয়মানুসারে যেমনভাবে খেলা দেখার সুযোগ মিলবে, ততটুকুই পাবেন বন্দিরা। আরও জানা গিয়েছে, হাই প্রোফাইল বন্দিদের খেলা দেখার আবদার বা ইচ্ছার জন্য নিরাপত্তায় কোনও আপোষ করা হবে না।
উল্লেখ্য, রবিবার দুপুর ২ টো থেকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ২০০৩ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বী এই দুই দল। ২০ বছর আগে ভারতকে হারিয়ে জয়ের খেতাব ঘরে তুলেছিল অজিরা। টিম ইন্ডিয়ার কাছে এবার তার বদলা নেওয়ার সুযোগ। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতার স্বপ্ন বুনছে সমগ্র ভারতবাসী।
বিশ্বকাপের হাওয়া জেলের অন্দরেও! এক সেলেই খেলা দেখবেন পার্থ-মানিক-জ্যোতিপ্রিয়?
