ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে 'অভিষেকের দূত', অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?

নজরবন্দি ব্যুরো: ছট পুজো চলে এসেছে। শহর তথা রাজ্যের বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের দেখা মিলেছে। তানা চারদিন এই পুজো চলবে। আর এই সময় যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেকথা মাথায় রেখে এবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’। মোট ১০০ টিরও বেশি ঘাটে উপস্থিত থাকবেন তারা। ছট পুজোয় কী ভূমিকা থাকবে তাঁদের?

আরও পড়ুন: নতুন সপ্তাহেই বাংলায় জাঁকিয়ে শীত? ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই আবহাওয়া বদল!

গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘অভিষেকের দূত’ নামে এক বিশেষ কর্মসূচির ঘোষণা করেছিলেন। এবার বিশেষ ভাবনা তাঁদের। পুজোয় যাতে পুণ্যার্থীদের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই ঘাটে ঘাটে উপস্থিত থাকবে ‘অভিষেকের দূত’। গত ১৭ নভেম্বর (শুক্রবার) থেকে শুরু হয়েছে ছট পুজো। চলবে টানা চারদিন। রামকৃষ্ণপুর ঘাট, বেলুড় জগন্নাথ ঘাট, নমক গোলা ঘাট, বি গার্ডেন সহ মোট ১০০ টি ঘাটে উপস্থিত থাকবেন তারা। পুণ্যার্থীদের জন্য ঘাটে-ঘাটে বসানো হবে সাহায্য কেন্দ্র। এই দূতেদের নেতৃত্বে থাকবেন কৈলাশ মিশ্র।

ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে 'অভিষেকের দূত', অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কয়েকমাস পরই হাইভোল্টেজ লোকসভা নির্বাচন। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। তাই অবাঙালি ভোটের সংখ্যা বাড়াতে এই জনসংযোগ বলে মনে করছেন একাংশ।

ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে 'অভিষেকের দূত', অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?

উল্লেখ্য, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই একটি জনসংযোগ কর্মসূচি শুরু করেছিলেন, যার নাম ‘দিদিকে বলো’। যেখানে সাধারণ মানুষ ফোন করে সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারতেন। এরপর এই একই পন্থা গ্রহণ করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একটি টোল ফ্রি নম্বর চালু করেন তাঁর নির্বাচনী কেন্দ্রের সাধারণ মানুষের জন্য। এবার সেই ‘অভিষেকের দূত’ থাকবেন বিভিন্ন ঘাটে।

ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে ‘অভিষেকের দূত’, অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?

ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে 'অভিষেকের দূত', অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?
ছট পুজোয় ঘাটে ঘাটে থাকছে ‘অভিষেকের দূত’, অবাঙালি ভোট টানতে এই জনসংযোগের ভাবনা?