SSC Scam: চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে

SSC Scam: চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে
Petition to cancel ssc law

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের শুরুতেই স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর ৬১৮ জন শিক্ষকের চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। উত্তরপত্রে কারচুপির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের ১৭ ধারা প্রয়োগ করে চাকরি বাতিলের কথা ঘোষণা করা হয়। সেই চাকরি বাতিলের আইন বাতিল চাই। ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার আবেদন জমা পড়ল।

আরও পড়ুনঃ Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতির টাকায় ত্রিপুরা-গোয়ায় বিপুল সম্পত্তি, দায় এড়ালেন ধৃত কুন্তল 

আবেদনকারীদের মধ্যে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি খোয়ানো হাসানুর জামান সহ একাধিক চাকরি হারানো শিক্ষকরা। আবেদনকারীদের দাবি, এসএসসির ওই আইন প্রয়োগের ফলে বহু শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। আইনের ওই অংশটিকে অবৈধ ঘোষণা করা হোক। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা গৃহিত হয়েছে।

SSC Scam: চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে
চাকরি বাতিলের আইন বাতিল চাই, হাইকোর্টে মামলা 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নবম ও দশম শ্রেণীর ৯৫২ জন শিক্ষক শিক্ষিকার উত্তরপত্রে কারচুপির অভিযোগ উঠেছিল। এর মধ্যে ৮০৫ জনের উত্তরপত্রে দুর্নীতির কথা স্বীকার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। এর পর ৬১৮ জনের নাম প্রকাশ করে তাঁদের চাকরি বাতিলের কথা ঘোষণা করা হয়।

চাকরি বাতিলের আইন বাতিল চাই, হাইকোর্টে মামলা 

SSC Scam: চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে
চাকরি বাতিলের আইন বাতিল চাই, হাইকোর্টে মামলা 

শুক্রবার আবেদন গ্রহণে পর এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি, রাজ্য সরকারকেও এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এ ছাড়া, সব পক্ষকেই নিজেদের মধ্যে সেই হলফনামা আদানপ্রদানের নির্দেশও দিয়েছেন বিচারপতি। পাহাড় প্রমাণ নিয়োগ দুর্নীতির মাঝে চাকরি বাতিলের আইন বাতিল করে চাপে পড়বে না তো সরকার? উঠছে প্রশ্ন