নজরবন্দি ব্যুরো: গণধর্ষণের অভিযোগে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গের মালদহ জেলা। মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। গ্রামবাসীদের সহায়তায় উদ্ধার করা সম্ভব হয় নাবালিকাকে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরেকজন পলাতক। ঘটনার তদন্ত চলছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানা এলাকায়।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় মুখোমুখি জেরা অভিষেক-কুন্তলকে! ইঙ্গিত দিল CBI
পুলিশ সূত্রে খবর, নাবালিকা মানসিক ভারসাম্যহীন। ঘটনার দিন নিজের বাড়ির কাছেই ঘোরাফেরা করছিল নাবালিকা। অভিযোগ, সেইসময়েই দুজন যুবক তাঁকে তুলে নিয়ে যায়। এলাকার একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে। নাবালিকার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে। লোকজন আসতে দেখে দুই অভিযুক্ত যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। কিন্তু নাবালিকা অভিযুক্ত দুজনকে আগে থেকেই চিনতেন। তাই গ্রামবাসীরা তাঁদের পরিচয় জানতে চাইলে নির্যাতিতা অভিযুক্তদের নাম বলে দেয়।
জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা নাম দুটি বললে গ্রামবাসীদেরও চিনতে অসুবিধা হয়নি। পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। নাবালিকার পরিবারের তরফে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রামবাসী এবং নির্যাতিতার পরিবারের সাহায্যে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অন্য অভিযুক্ত এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কয়েকদিন আগেই মালদহে আরও একটি গণধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। ক্ষেতের মধ্যেই নাবালিকার দেহ উদ্ধার হয়। অভিযোগ গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এছাড়া গত মাসেই মালদহের গাজোলে স্কুলের ভিতরে ঢুকে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন তদন্ত শুরু করে।
মানসিক ভারাম্যহীন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক
